স্বাধীনতা-পূর্ব সময়ে বাংলাদেশে সমাজকর্ম পেশা বিস্তারের প্রেক্ষাপট ব্যাখ্যা করো?
উত্তরঃ ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান বিভক্ত হওয়ার পর এদেশের অনেক মোহাজের (উদ্বাস্তুু) আগমন করায় বস্তিসহ বিভিন্ন সামাজিক সমস্যা জটিল রূপ ধারণা করে। এসব জটিল সমস্যা সমাধানের প্রেক্ষিতে বাংলাদেশে সমাজকর্মের সূচনা হয়।
১৯৪৭ পরবর্তী সমস্যা গুলো পাকিস্তান সরকারের কাছে খুবই মারাত্মক মনে হওয়ার ১৯৫১ সালে জাতিসংঘে সমস্যা মোকাবিলার জন্য পরামর্শ ও সাহায্যের আবেদন জানানো হয়। পাকিস্তান সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে Dr,James R.Dumpson-এর নেতৃত্ব ৬ সদস্যের প্রতিনিধি দল ১৯৫২ সালে এদেশে পরিদর্শনে আসেন। তারা দেশের আর্থ- সামাজিক অবস্থাসহ নানা বিষয় গবেষণা ও জরিপ পর্যালোচনার পর পেশাদার সমাজকর্ম প্রবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।