পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে?
উত্তরঃ কীর্তিমান মানুষ তার জীবনের গতিময় পথ নিজেই সৃষ্টি করে নেয়। অপরের সৃষ্ট পথ তার জন্য অনুসরণযোগ্য নয়। পথিক অর্থাৎ মানুষ তার জীবন চক্রে গতির উপর নির্ভর করে আপন ক্ষমতা, কর্মদক্ষতা, বুদ্ধি ও প্রজ্ঞা কাজে লাগিয়ে তৈরি করে চলেছে পৃথিবী ও মানবজাতির কল্যাণের নানা পথ। সৃষ্টির ঊষালগ্ন থেকেই মানুষ নানা সৃষ্টিশীল পথ তৈরিতে সচেষ্ট। সন্ধানী মানুষ সাধনা ও পচেষ্টা ধারা সকল বাধা-বিপত্তি প্রতিকূলতাকে তুচ্ছজ্ঞান করে সাহস ও সংগ্রামের পথ দেখিয়েছে। এই সাহসী ও সংগ্রামী মানুষ রচনা করেছে নতুন নতুন পথে। তারা এ পৃথিবীর বুকে আজীবন স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে। তাদের তৈরি পথ বেয়ে এগিয়ে চলেছে বর্তমানের মানবসমাজ। পথ কখনো প্রতীকে সৃষ্টি করতে পারে না, আবার নিজে নিজে তৈরী ও হয়না। প্রথিকই নিজের ও দশের প্রয়োজনে পথের সন্ধান করে বা তৈরি করে। যুগে যুগে মহাজ্ঞানী, পন্ডিত ব্যক্তি ও ধর্মপ্রচারকগণ মানুষকে সুন্দর ও আলোচিত পথের সন্ধান দেখিয়ে গেছেন। তাদের প্রদর্শিত পথে চলে প্রত্যেক মানুষ স্বমহিমায় ভাস্বর হয়ে উঠতে পারে। পথ তৈরি হয়েছে মানুষের প্রয়োজনে। পথ পথিকের নয় বরং পথিকই পথের সৃষ্টি করে। আমাদের সকলের উচিত মহাজ্ঞানী ও মহৎ ব্যক্তিদের সৃষ্ট সুন্দর পথকে অনুসরণ করা।