বেগম রোকেয়া কে ‘Change Agent’হিসেবে আখ্যায়িত করা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তরঃ পরিকল্পিত পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নারী সমাজে ইতিবাচক পরিবর্তন সাধন করায় বেগম রোকেয়াকে Change Agent হিসেবে আখ্যায়িত করা যায়।
বেগম রোকেয়া একাধারে নারীমুক্তি ও নারী শিক্ষার অগ্রদূত, সাহিত্যসেবী এবং সমাজ সংস্কারন ছিলেন। তার সার্বিক কার্যাবলির মূল্যায়ন করে তাকে আধুনিক সমাজকল্যাণের পরিভাষার Change Agent হিসেবে আখ্যায়িত করা যায়। কেননা নারীসমাজের অধিকার আন্দোলনের অগ্রপথিক হচ্ছেন বেগম রোকেয়া।