শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই?
উত্তরঃ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষের মর্যাদা সমস্ত প্রার্থিব -অপার্থিব, মতবাদ সংস্কার, কেতাব-গ্রন্থ সব কিছুর ঊর্ধ্বে। এ জগতে মানুষের অবস্থান সবকিছুর উপরে বলে বিবেচিত। কোন ধর্মনীতি, কোনো সংস্কার মানুষের চেয়ে বড় হতে পারে না। কেননা এ জগতে যা কিছু রয়েছে, সবই মানুষের কল্যাণার্থে নিয়োজিত। সবকিছুর আয়োজন একমাত্র মানুষের উপকারের লক্ষ্য। তাই মানুষকে সবার উপরে স্থান দিয়ে তার মর্যাদা স্বীকার করতে হয়। জীবনের জন্যই বিভিন্ন রকম রীতিনীতি, ধর্ম-কর্মের আয়োজন করা হয়েছে। জীবনের প্রয়োজনে যেসব জিনিস এসেছে, সে সব জীবনের চেয়ে বড় হয়ে উঠতে পারে না। তাই অনেক সময় নীতি বা আদর্শ জীবনের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করা হয়। এতে মানুষের মর্যাদাহানি ঘটে। মানুষের জীবনের বিকাশ ঘটানোর জন্য সবকিছুর আয়োজন। এক্ষেত্রে কোন বিধি-নিষেধ দিয়ে জীবনকে বেঁধে রাখা অনুচিত। মানুষকে যদি তার প্রাপ্য মর্যাদা দেওয়া হয় তবে জীবন সুখের হয়ে ওঠে। কিভাবে মানুষের কল্যাণ ও সুখের ব্যবস্থা করা যায় সে ব্যাপারটি বিবেচনা করা দরকার। মানুষের জীবনের মর্যাদা বজায় রেখে সকলের উপকারের উদ্যোগ নেওয়ায় বাঞ্ছনীয়। তাই সব বাধা দূর করে, সব আদর্শের প্রভাব বাদ দিয়ে মানুষের জীবনকে তার যোগ্য মর্যাদার আসনে বসাতে হবে। পৃথিবীতে মানবধর্মই সবচেয়ে বড় ধর্ম। সবার উপরে মানুষের সত্য বিরাজমান। এ জন্যই কবি মানুষের গুরুত্বকে মহিমান্বিত করে ব্যক্ত করেছেন।