“যন্ত্রের ধারাই কারিগরের ধার” -উক্তিটি ব্যাখ্যা কর?

“যন্ত্রের ধারাই কারিগরের ধার” উক্তিটি ব্যাখ্যা কর?

উত্তরঃ যন্ত্রপাতির যথাযথ প্রয়োগের জ্ঞানই দক্ষতার প্রতিফলন। দক্ষতার প্রতিফলনের মানদণ্ড কারিগরের যন্ত্রপাতি ব্যবহারের উপর নির্ভরশীল। যন্ত্র জ্ঞানের দ্বারাই একজন দক্ষ কারিগর তার দক্ষতা বৃদ্ধি করতে পারে। কোন কাজ কম সময়ে বেশি, সুন্দর ও সুষ্ঠুভাবে এবং দক্ষতার সাথে সম্পন্ন করার জন্য সাহায্যকারী যন্ত্রপাতি ব্যবহার করা হয় এ সকল হাতিয়ার বা বস্তুর সাহায্যে দুঃসাধ্য কাজ সহজে করা যায়। টুলস ব্যবহার জ্ঞানের দ্বারা কর্মক্ষমতা ও আচরণ কৌশল বেড়ে যায়। সুতরাং যন্ত্রের ধারাই কারিগরের ধার।

Table of Contents

About Post Author

Related posts