ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন পদ্ধতির অংশ গুলোর নাম ও কাজ লেখ?
উত্তরঃ ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন পদ্ধতির অংশগুলোর নাম ও কাজ নিম্নরুপঃ
১) কম্প্রেসরঃ বাষ্প সংকোচন এবং হিমায়ন চক্রে হিমায়ক বা রেফ্রিজারেন্ট সঞ্চালন করে।
২) কনডেস্নারঃ বাষ্পীয় হিমায়ক তরলে পরিণত করে।
৩) এক্সপানশন ডিভাইসঃ তরল হিমায়কের চাপ কমায় এবং প্রবাহ হার নিয়ন্ত্রণ করে।
৪) ইভাপোরেটর বা কুলিং কয়েলঃ তরল হিমায়ক বাষ্পের রুপান্তর করে।