তরল সোনা বলতে কী বোঝায়?

তরল সোনা বলতে কী বোঝায়?

উত্তরঃ খনিজ তেলবা পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয়।
বিশ্বের মোট সঞ্চিত তেলের ৪৭.৬% এবং উৎপাদিত তেলের ৩৪.১% মধ্যপ্রাচ্য হতে আসে (BP Statistical Review of World Energy,2018) । মধ্যপ্রাচ্যের খনিজ তেলসমৃদ্ধ দেশগুলো হলো- সৌদি আরব,িিিরান,ইরাক,কুয়েত,সংযুক্ত আরব আমিরাত,কাতার ইত্যাদি। এ অঞ্চলের কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য,সংস্কৃতি সব কিছুই তেলনির্ভর। এজন্য মধ্যপ্রাচ্যের খনিজ তেলকে তরল সোনা (Liquid Gold) বলা হয়।

Table of Contents

About Post Author

Related posts