ইভাপোরেটর কী? তরল প্রবেশের উপরে ভিত্তি করে কত প্রকার ও কী কী?
উত্তরঃ ইভাপোরেটরঃ রেফ্রিজারেশন পদ্ধতির যে অংশে তাপ শোষন করে পার্শ্ববর্তী অংশকে অপেক্ষাকৃত নিম্নতামমাএায় আনয়ন করে। তাকে ইভাপোরেটর বলে।
তরল প্রবেশের উপর ভিত্তি করে ৩ প্রকার,যথা-
ক) ফ্লাডেড টাইপ ইভাপোরেটর।
খ) ড্রাই টাইপ ইভাপোরেটর।
গ) ওয়েট ইভাপোরেটর।