পণ্য ব্যয়ের বিপরীত ভুর্তুকি কি?

পণ্য ব্যয়ের বিপরীত ভুর্তুকি কি?

উত্তরঃ পণ্যসমূহের ব্যয় নির্ধারণে পরোক্ষ ব্যয়সমূহকে যখন পূর্ণ গড় পদ্ধতিতে বিভাজন করা হয় তখন কার্যক্ষেত্রে কম সুবিধা ভোগকারী পূণ্যের উপর বেশি ব্যয় আরোপ হয়।অন্যদিকে বেশি সুবিধা ভোগকারী করে পণ্যের উপর কম ব্যয় আরোপ হয়।

Related posts