“আরএসি ট্রেডে পড়ুয়া ছাএছাএীদের নেই হতাশা, আছে উজ্জ্বল ভবিষ্যৎ ” উক্তিটি ব্যাখ্যা কর?

আরএসি ট্রেডে পড়ুয়া ছাএছাএীদের নেই হতাশা, আছে উজ্জ্বল ভবিষ্যৎ ” উক্তিটি ব্যাখ্যা কর?

উত্তরঃ গ্রিন হাউস প্রভাবের কারণে বাংলাদেশসহ বিশ্বের অধিকাংস দেশের তাপমাত্রা বেড়েই চলছে। অপরদিকে অর্থনেতিক উন্নয়নে নতুন শিল্প ক্ষেএে ও বড় বড় বাণিজ্যিক স্থাপন, বিনোদন কেন্দ্র ও কার্যালয় বৃদ্ধি ইত্যাদি কারণে শীতাতপ নিয়ন্ত্রিন কাজে দক্ষ কমী( প্রকৌশলী, টেকনিশিয়ান, মেকানিক্রগণের) চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে বর্তমানে প্রায় সকল বাণিজ্যিক ভবণ, হোটেল,মোটেল, হাসপাতাল, সংসদ ভবন সচিবলায়,এয়ারপোর্টে, বাংলো, গবেষণাগার, লাইব্রেরি, পযটন, যানবাহন, অফিস, শিক্ষাপ্রতিষ্টান, মাকেট, হিমাগার,সংরক্ষণাগার, প্রিন্টিং ইন্ডাস্ট্রি, ফটো প্রসেসিং শিল্প,বিশেষ বিশেষ শিল্পপ্রতিষ্ঠান, বাসগৃহ প্রভৃতি ক্ষেএে হিমায়ন ও শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে উহা পরিচলনা, মপরামত,রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজের জন্য দক্ষ কমীর চাহিদা দেখা যাচ্ছে। তাই হিমায়ন ও শীতাতপ নিয়ন্ত্রিণ এখন আর বিলাসীতা নয় বরং অপরিহার্য বিধায় এর ব্যাবহার প্রচুর বৃদ্ধি কাজের পরিধিও বৃদ্ধি পাচ্ছে।

Table of Contents

About Post Author

Related posts