লেন্স কি প্রশ্ন ও উত্তর

লেন্স কি প্রশ্ন ও উত্তর

অবতল লেন্স কাকে বলে?
উত্তরঃ যে লেন্সের মধ্যভাগ সরু বা চিকন কিন্তু প্রান্তদ্বয় মোটা তাকে অবতল লেন্স বা অপসারী লেন্স বলে।

লেন্স কাকে বলে?
উত্তরঃ দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স (Lens) বলে।

হাবিবা নামের আরবি অর্থ কি? জানতে চাই

লেন্সের ক্ষমতার একক কি?
উত্তরঃ লেন্সের ক্ষমতার একক হলো ডাইঅপ্টার।

ছোট বেলার ছন্দ, হাসা হাসির ছন্দ

লেন্সের প্রধান অক্ষের সংজ্ঞা দাও।
উত্তরঃ লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরলরেখাকে প্রধান অক্ষ বলে।

লেন্সের ক্ষমতা বলতে কি বুঝায়?
উত্তরঃ একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে কোনো লেন্সের অভিসারী (উত্তল লেন্সে) গুচ্ছে বা অপসারী (অবতল লেন্সে) গুচ্ছে পরিণত করার সামর্থ্যকে ওই লেন্সের ক্ষমতা বলে।

R অক্ষরের পিকচার, ছবি, পিক, ফটো, ওয়ালপেপার

উত্তল লেন্স কাকে বলে?
উত্তরঃ যে লেন্সের মধ্যভাগ মোটা ও দুই প্রান্ত সরু তাকে উত্তল লেন্স বা অভিসারী লেন্স বলে।

সমোতলোত্তল লেন্স কাকে বলে?
উত্তরঃ যে লেন্সের একটি তল সমতল ও অন্যতল উত্তল তাকে সমোতলোত্তল লেন্স বলে।

উত্তলাবতল লেন্স কাকে বলে?
উত্তরঃ যে লেন্সের একটি তল উত্তল ও অপর তল অবতল তাকে উত্তলাবতল লেন্স বলে।

About Post Author

Related posts