কবুতরের পক্স/বসন্তের এর চিকিৎসা ও ওষুধ

কবুতরের পক্স/বসন্তের এর চিকিৎসা ও ওষুধ

কবুতরের পক্স রোগের জন্য কবুতর এর যে পরিমাণ ক্ষতি হয় তা অন্য রোগের জন্য তা হয় না।
আমাদের ছোট ভাই বোনরা ও খামারীদের কাছে এই রোগ টি খুব পরিচিত। প্রায়ই হঠাৎ করে কবুতরের বসন্ত রোগটি হয়ে থাকে, এটা বাচ্ছা কবুতরের বেশি হয়। মূলত মশা, বিভিন্ন কীটপতঙ্গ কমড়ে হয়ে থাকে।

এটা নাকের চারপাশে হয়ে থাকে।
মুখের চারপাশে, খাদ্যনালী ,চোখের পাশে।

কবুতরের বয়স জানার উপায়, পালক গননা করে বয়স ‍নির্ণয়

পক্স , বসন্ত রোগের ওষুধের নাম নিম্নে দেওয়া হলো:
রিবোফ্লাভিন ট্যাবলেট বিপি ৫মি. গ্রা. (ইন্দো বাংলা)
RIBOFLAVINE Tablet BP 5mg (Indo-Bangla)

কবুতর পালন কেমন প্রাথমিক ধারণা

খাওয়ার নিয়ম: দিনে ২বার সকাল বিকাল ১টা করে ট্যাবলেট খাওয়াবেন।
৫ দিন খাওয়ালে ইন্শাল্লা ঠিক হয়ে যাবে আমি ১০০% প্রমাণিত

Tag: কবুতরের পক্স এর চিকিৎসা ১০০%, কবুতরের বসন্তের চিকিৎসা, কবুতরের বসন্ত রোগের ঔষধ,

About Post Author

Related posts