কবুতরের মুখে ঘা এর ঔষধ
কবুতরের মুখ ঘা হলে কবুতরের শ্বাসকষ্ট হয়, খাবার খাওয়া কষ্ট হয়।
এতে কবুতরের ওজন কমতে শুরু করে অর্থাৎ কবুতর শুকিয়ে যায়।কবুতর শুধু পানি খায়।
এতে কবুতরের পাতলা পায়খানা ও হজমে সমস্যা হয়।
কবুতরের/ক্যাঙ্কার হওয়ার কারণ।
কবুতরের মুখ ঘা হওয়ার মূল কারণ হলো কবুতরকে বেশিবেশি ধান খাওয়ানো পর ধান
আকটে যায় আর কবুতরের ভিটামিন বি এর অভাব। অপরিষ্কার খাবার ও পানি খাওয়ালেও কবুতরের কবুতরের মুখে ঘা/ক্যাকঙ্কার হয়।
আরও পড়ুনঃ কবুতরের পক্স/বসন্তের এর চিকিৎসা ও ওষুধ
কবুতরের মুখে ঘা/ক্যাঙ্কার এর ওষুধ ও চিকিৎসা কি?
কবুতরের মুখে যদি ঘা হয় তাহলে প্রথমেই আক্রান্ত কবুতরকে অন্যান্য কবুতর থেকে আলাদা করে রাখতে হবে।
এরপর পরিষ্কার কাঠি দিয়ে কবুতরের মুখের ঘা এর উপরের আবরণ তুলে দিতে হবে । এমনভাবে পরিষ্কার করতে হবে যেন রক্ত না বের হয় সেদিক খেয়াল রাখতে হবে।
আরও পড়ুনঃ প্রেমিক প্রেমিকার সৌন্দর্য নিয়ে স্ট্যাটাস উক্তি
তারপর কবুতরকে মানুষের ঔষধ ৮০% রিবোসন ট্যাবলেট ১ টি করে প্রতিদিন ২ বেলা খাওয়াতে হবে। যদি ২-৩ দিন খাওয়ালে ঘা ভালো হয় তাহলে ঔষধ খাওয়ানো বন্ধ করে দিতে হবে। আর যদি ২-৩ দিনেও ভালো না হয় তাহলে ৮-১০ দিন পর্যন্ত খাওয়াতে হবে।
অথবা
১০০% তারপর কবুতরকে মানুষের ঔষধ রিবোফ্লাভিন (ইন্দো বাংলা) ট্যাবলেট ১ টি করে প্রতিদিন ২ বেলা খাওয়াতে হবে। যদি ২-৩ দিন খাওয়ালে ঘা ভালো হয় তাহলে ঔষধ খাওয়ানো বন্ধ করে দিতে হবে। আর যদি ২-৩ দিনেও ভালো না হয় তাহলে ৪-৫ দিন পর্যন্ত খাওয়াতে হবে।
এর সাথে
১০০% জেলোরা (Gelora) ওরাল জেল এটা দিনে ২ বার একটু করে খাওয়াবেন দেখবেন ৩-৪ পর খুব তাড়াতাড়ি গা শুকিয়ে গেছে।
Tag: কবুতরের ক্যাংকার রোগের চিকিৎসা, এর ঔষধ