পাল্টা দাখিলা/ বিপরীত দাখিলা কী?

পাল্টা দাখিলা/ বিপরীত দাখিলা কী?

উত্তর: একই হিসাবের একদিক থেকে অন্যদিকে স্থানান্তরের জন্য যে দাখিলা প্রদান করা হয় তাকে পাল্টা দাখিলা বলে।
বিগত বছরের সমন্বয়গুলোর চলতি হিসাব বছরে সমাপ্ত করার জন্য বিপরীত দাখিলার প্রয়োজন হয়।

“আর পড়ুনঃ” ২টি ঘন্টা আছে। একটি ১২ মিনিট পরপর এবং অপরটি ৫ মিনিট পরপর বাজে।

About Post Author

Related posts