প্রেমে পাগল করার এসএমএস (preme pagol korar sms)
প্রেমে পাগল করার মত সায়রী, নতুন ছোট ছন্দ মালা মেসেজ কবিতা
Love sms bangla,প্রেম করার জন্য এসএমএস, নতুন নতুন বাংলা sms,
Love shayari bangla
খুজে দেখো মনের মাঝে, আছি আমি স্বপ্নের সাঁজে,
তোমার ওই চোখের তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়,
সুখের সে স্বপ্নের মাঝে পাবে তুমি আমায়।
“আর পড়ুনঃ” নতুন গার্ল ফ্রেন্ড/বয়ফ্রেন্ড এর জন্য ভালবাসার এসএমএস
তোমাকে ধরে রাখার সামর্থ হয়তো আমার নেই!
কিন্তু তোমাকে সারাজীবন ভালোবাসার শক্তি আমার আছে।
“আর পড়ুনঃ” ভালোবাসার ছন্দ। ভালোবাসার এস এম এস 2021
প্রেম মানে হৃদয়ের টান,
প্রেম মানে একটু অভিমান,
দুটি পাখির একটি নীড়,
একটি নদীর দুটি তির,
দুটি মনের একটি আশা তার নাম ভালোবাসা।
ভালোবাসা হল এমন ১ টি শ্বাস!
যাতে শুধু খাটে ২জনার বিশ্বাস,
এটি হল ছোট্ট সুখের বাসা,
তাইতো এর নাম রাখা হয়েছে ভালোবাসা
“আর পড়ুনঃ” প্রেমের প্রপোজ করার এস এম এস, পিকচার, ছবি, পিক
জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি,
নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি,
জানতাম না কাকে বলে ভালোবাসা, শিখিয়েছ তুমি।
দিব তোমায় লাল গোলাপ
সপ্নে গিয়ে করবো আলাপ।
বলবো খুলে আমার কথা।
আছে যত মনের কথা।।
বলবো তোমায় ভালোবাসি।
থাকবো দুজন পাশাপাশি।
প্রেমে পাগল করার এসএমএস (preme pagol korar sms)
আজ ছন্দ মহলে মিলছে দুটি মন,
মনে, মনে বলবে ওরা
কথা যে সারাক্ষন,
কথার মাঝে থাকবে
গভীর ভালোবাসা,
ভালোবাসার মাঝে থাকবে ২ টি-
মনের বেকুলতা
“আর পড়ুনঃ” পরীক্ষার জন্য শুভ কামনা SmS, এসএমএস, মেসেজ, স্ট্যাটাস
অল্প অল্প করে তুমি এ হৃদয়ে প্রেম জাগালে,
তাইতো আমি পাগলের মতো ভালোবাসি তোমাকে,
সারা জীবন তোমার সাথে করতে চাই বসবাস।
ভালোবাসা হল প্রজাপতির মত।
যদি শক্ত করে ধর মরে যাবে!
যদি হালকা করে ধর উড়ে যাবে আর যদি যত্ন করে ধর কাছে রবে আমার
“আর পড়ুনঃ” ছেলেদের মডেলিং পিক, ছবি, পিকচার, ফটো তোলার বিভিন্ন পোজ স্টাইল
ভালোবাসি বাগানের ঝরে যাওয়া
ফুল,
ভালোবাসি মেঘলা নদীর কুল,
ভালোবাসি উড়ন্ত এক ঝাঁক পাখি।
আর ভালোবাসি তোমার ওই দুই নয়নের আঁখি।
তুমি চাঁদ নও তবে চাঁদের আলো।
তুমি ফুল নও তবে ফুলের সৌরভ। তুমি নদী নও তবে নদীর ঢেউ। তুমি অচেনা নও তুমি আমার চেনা কেউ
“আর পড়ুনঃ” রূপের প্রশংসা sms
একটা আকাশ বাতাসের জন্য,একটা সাগর নদীর জন্য,
একটা ফুল ভোমরার জন্য, আর আমি শুধু তোমার জন্য।
প্রেমে পাগল করার এসএমএস (preme pagol korar sms)
এক পৃথিবীতে চেয়েছি তোমাকে,
এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে,
যদি কাছে আসতে দাও,
যদি ভালবাসতে দাও,
এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে
“আর পড়ুনঃ” নতুন চুলের কাটিং ছবি ২০২১, স্টাইল ও পিকচার
আবার যদি বৃষ্টি নামে
আমিই তোমার ১ম হবো
লেপ্টে যাওয়া শাড়ির মতো
অঙ্গে তোমার জড়িয়ে রবো
আমার প্রেমে পাগল করার চোখে জল আর তোমার ঠোটে হাসি, তারপরও আমি তোমাকেই ভালবাসি
পৃথিবীর যত সুখ যত ভালোবাসা-
সবটুকু দিবো আমি তোমায়
আমার একটাই আশা
তুমি ভূলে যেও না আমায়
বড় বেশী ভালবাসি তোমায়
“আর পড়ুনঃ” ইমোশনাল কষ্টের এস এম এস ২০২১, বিরহের মেসেজ কথা
এসে গেলো ফেবরুয়ারী, মন চায় প্রেমে পরি. আমি এখন একা,
কবে পাবো তোমার দেখ. কোথায় গেলে তোমায় পাই, মন যে শুধু চাই.
১৪ ফেবরুয়ারী GIFTE টা যেনো আমি পাই
প্রেমে পাগল করার মত এস এম এস
১টা আকাশ বাতাসের জন্য,
একটা সাগর নদীর জন্য,
১টা ফুল ভোমরার জন্য,
R আমি শুধু তোমার জন্য
“আর পড়ুনঃ” বৃষ্টির দিনের এস এম এস মেসেজ স্ট্যাটাস ছন্দ SmS
পুরো পৃথিবীকে আলোকিত,
করার জন্য যেমন
১টা সূর্য যথেষ্ট
ঠিকতেমনি পুরো লাইফকে
সাজাতে মনেরমত ১জন
মানুষই যথেষ্ট!