ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি, ঘরে বসে আবেদন করুন.!!

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি, ঘরে বসে আবেদন করুন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ফায়ার ফাইটার পদে মোট ২৬৬ জনকে নিয়োগ দেয়ার ঘোষণা করেছে। সকল জেলার আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়স: আবেদনকারীর সয়স ২০২০ সালের ২৫ মার্চ এর মধ্যে ১৮ থেকে ২০ বছর হতে হবে।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি

বেতন স্কেল: ৯,০০০ – ২১,৮০০ টাকা।

আরো বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (ফায়ারফাইটার) পদে আপনি ঘরে বসে অনলাইন এ আবেদন করতে পারবেন একদম সহজে।

অনলাইন এ আবেদন করতে যা যা লাগবে

১) কম্পিউটার বা Android ফোন
২) একটি টেলিটক সিম
৩) একটি রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০×৩০০ প্রস্থ pixel)
৪) একটি স্বাক্ষর এর ছবি (দৈর্ঘ্য ৩০০×৮০ প্রস্থ pixel)

ছবি 300×300 pixel এবং স্বাক্ষর 300×80 pixel করতে এখানে ক্লিক করুন

অনলাইন এ আবেদন করার পর ৭২ ঘন্টার মধ্যে টেলিটক সিম এর মাধ্যমে ৫০ টাকা জমা দিতে হবে তা না হলে আবেদন বাতিল হয়ে যাবে

যাদের টেলিটক সিম নেই তারা আমার মাধ্যমে ৫০ টাকা পাঠাতে পারেন। টাকা পাঠাতে চাইলে Messenger এ Message দিন।

উপরে সব কিছু সংরক্ষণ করা হলে আবেদন করা শুরু করা যাক

প্রথমে  এখানে ক্লিক করুন

তার পর এখানে ক্লিক করুন।

এখন এই From ভালো ভাবে এবং সঠিক তথ্য দিয়ে পূর্ণ করুন

এখন আপনার ছবি আর স্বাক্ষর সাবমিট করেন।

তার পর এই রকম From আসবে তা ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে নিলে অনলাইন এ আবেদন করা শেষ।

এখন টাকা জমা দিয়া পালা

  1. আপনার আবেদন From এ এই রকম একটা User ID থাকবে
    যে কোন টেলিটক সিমে ৫০+ টাকা রেখে Message অপশন এ গিয়ে লিখবেন
  • FSCD <space> User ID
  • উদাঃ FSCD RCDTKOEXND

তার পর পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে

 

এর পরে আপনাকে ফোনে একটি Message আসবে সেখানে একটি পিন থাকবে তা নিয়ে আবার Message অপশন এ গিয়ে লিখবেন

  • FSCD <space> Yes <space> Pin
  • উদাঃ FSCD Yes 90787203

তার পর পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে

বাংলাদেশ ফায়ার সার্ভিস নিয়োগ ২০২১ সার্কুলার

About Post Author

Related posts