ঘরে বসে যে কারো জন্ম নিবন্ধন সনদ এর জন্য আবেদন করেন.!!

আমার এখন বর্তমান ডিজিটাল একটি দেশে বাস করছি। ডিজিটাল দেশে ডিজিটাল যুকে ডিজিটাল সেবা পাবেন ঘরে বসে। এই ডিজিটাল যুগে ডিজিটাল সেবার অন্যতম হচ্ছে অনলাইনে জন্ম নিবন্ধন সেবা। এখন ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধন এর সকল সেবা পাবেন একদম সহজেই এবং অনলাইনে জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করতে পারবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভাতে না গিয়ে এবং নিজের জন্ম নিবন্ধন নিজেই করতে পারবেন বা পরিবারের যে কারো। কোন ধরনের বাড়তি ঝামেলা ছাড়া

কিন্তু নতুন করে যে কারো জন্ম নিবন্ধন করতে গেলে কিছু শর্ত আছে শর্ত গুলো হচ্ছেঃ-

১ নম্বর-শর্ত

  • শুন্য থেকে ৪৫ দিন বয়সী শিশুর জন্ম নিবন্ধনের জন্য
  • টিকার কার্ড
  • পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধনসহ জাতীয় পরিচয়পত্র
  • বাসার হোল্ডিং নম্বর ও চৌকিদারী ট্যাক্সের রশিদের হাল সনদ
  • আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর
  • ফরমের সঙ্গে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি

২ নম্বর-শর্ত

  • ৪৬ দিন থেক ৫ বছর বয়সীদের জন্ম নিবন্ধন নিতে
  • টিকার কার্ড/স্বাস্থ্যকর্মী প্রত্যয়নপত্র স্বাক্ষর ও সিলসহ প্যাডে হতে হবে
  • পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধনসহ জাতীয় পরিচয়পত্র
  • প্রয়োজনীয় ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষকের প্রত্যয়নসহ বিদ্যালয়ের প্রত্যয়নের সব প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে
  • বাসার হোল্ডিং নম্বর ও চৌকিদারী ট্যাক্সের রশিদের হাল সনদ
  • আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর
  • ফরমের সঙ্গে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

৩ নম্বর-শর্ত

  • বয়স ৫ বছরের বেশি হলে
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (পিএসসি/জেএসসি/এসএসসি) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র না থাকলে সরকারি হাসপাতালের এমবিবিএস ডাক্তারের স্বাক্ষর ও সিলসহ প্রত্যয়ন সনদ এবং জন্ম নিবন্ধন আবেদন ফরমের ৭ এর ১ নং কলামের স্বাক্ষর ও সিল বাধ্যতামূলক।
  • যাদের জন্ম ২০০১ সালের ১ জানুয়ারির পর তাদের ক্ষেত্রে পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধনসহ জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক
  • যাদের জন্ম ২০০১ সালের ১ জানুয়ারির আগে তাদের জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক
  • যদি জন্ম ২০০১ সালের আগে হয় সেক্ষেত্রে পিতা-মাতা মৃত হলে মৃত্যু সনদ বাধ্যতামূলক
  • যাদের জন্ম ২০০১ সালের ১ জানুয়ারির পর তাদের পিতা-মাতা মৃত হলে প্রথমে অনলাইন জন্ম নিবন্ধন গ্রহণ করার পর অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ গ্রহণ করতে হবে। উভয় সনদ আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
  • বাসার হোল্ডিং নম্বর ও চৌকিদারী ট্যাক্সের রশিদের হাল সন
  • আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর
  • ফরমের সঙ্গে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি
  • আবেদনের সঙ্গে কাগজপত্র সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ইউনিয়ন পরিষদের সদস্য/নারী সদস্যদের স্বাক্ষরসহ সিল বাধ্যতামূলক।
  • তো শর্ত অনুযায়ী বুঝা গেলো যে, যে কারো জন্ম নিবন্ধন করতে গেলে তার মা-বাবা অনলাইন জন্ম নিবন্ধন এর এর নাম্বার লাগবে। যদি মা-বাবার অনলাইন জন্ম নিবন্ধন করা না থাকে তো আগে তাদের জন্ম নিবন্ধন করাতে হবে তার পর নিজের জন্ম নিবন্ধন করতে হবে আর যদি মা-বাবা মৃত হয় তো তাদের মৃত্যু সনদ লাগবে

 

 

জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করতে প্রথমে এখানে ক্লিক করুন

তার পর জন্ম স্থান এ ঠিক দিন তার পর পরবর্তী তে ক্লিক করুন।

তার পর আপনার নাম বাংলা এবং ইংরেজি তে দিন, জন্ম তারিখ, পিতামাতা কত তম সন্তান তা দিন লিংগ এবং জন্মস্থান এ ঠিকান দিন সকল তথ্য সঠিক ভাবে দিন। এবং তথ্য দিয়া হলে পরবর্তী তে ক্লিক করুন।

এখানে পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধন এর নাম্বার বসে দিয়ে পরবর্তী তে ক্লিক করুন।

জন্ম নিবন্ধন এর জন্য কে আবেদন করছে তা সিলেষ্ট করে দিন।

তার পর যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে পরবর্তী তে ক্লিক করুন

তার পর এখন আপনার প্রদান করা তথ্য গুলা ভালো করে দেখেন কোথাও কোনো ভূল আছে কি না যদি ভূল থাকে তো পূর্ববতী তে ক্লিক করে ঠিক করে নিন আর যদি সব কিছু ঠিক থাকেভতো পরবর্তী তে ক্লিক করুন।

আপনার আবেদন জমা হয়ে গিয়েছে এখন আবেদন পত্র প্রিন্ট করুন তে ক্লিক করেন।

তার পর আপনার আবেদন পত্র টি ডাউনলোড করে নিন।

আবেদন করার ১৫ দিন এর মধ্যে আবেদন পত্র নিয়ে এবং আপনার সাটিফিকেট এর ফটকপি মা-বাবা জাতীয় পরিচয় পত্র এর ফটকপি নিয়ে ইউনিয়ন পরিষদ এ গিয়ে জমা দিন

About Post Author

Related posts