খাদ্য অধিদপ্তর পরিক্ষার MCQ সাজেশন ২০২১ (DGFOOD Exam)

খাদ্য অধিদপ্তর পরিক্ষার MCQ সাজেশন ২০২১

খাদ্য অধিদপ্তর পরিক্ষার MCQ সাজেশন ২০২১ ( DGFOOD Exam Preparation)

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রশ্ন সমাধান
এখানে উপ খাদ্য পরিদর্শক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, অডিটর, হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার, ল্যাবরেটরী টেকনিশিয়ান, ফোরম্যান, মেকানিক্যাল ফোরম্যান, সহকারী উপ-খাদ্য পরিদর্শক, অপারেটর, ইলেকট্রিশিয়ান, ভেহিক্যাল ইলেকট্রিশিয়ান, সহকারী ফোরম্যান, মিলরাইট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর, ল্যাবটারী সহকারী, সহকারী অপারেটর, স্টেভেডর সরদার, ভেহিক্যাল মেকানিক, সহকারী মিলরাইট, সাইলো অপারেটিভ, স্প্রেম্যান ইত্যাদি পদ সংখ্যা।

১) এক কথায় প্রকাশ করুনঃ চৈত্র মাসের ফসল-
উত্তরমালাঃ চৈতালী

“আর পড়ুনঃ” প্রাক প্রাথমিক / সহকারী শিক্ষক নিয়োগ সাজেশন্স – বাংলা ভাষা ও সাহিত্য (ডিসেম্বার ২০২০)

২) জয়েন জন্য যে উৎসব- এক কথায় কী হবে?
উত্তরমালাঃ জয়ন্তী

৩) এক কথায় প্রকাশ করুনঃ যা আঘাত পায়নি-
উত্তরমালাঃ অনাহত

৪) এক কথায় প্রকাশ করুনঃ যা চিন্তা করা যায় না –
উত্তরমালাঃ অচিন্তনীয়

৫) বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?
উত্তরমালাঃ ৩৯ টি

৬) নীরোগী শব্দটি যে কারনে অশুদ্ধ- প্রত্যয়জনিত, সন্ধিজনিত, সমাসজনিত, ণত্ব বিধানজনিত
উত্তরমালাঃ সমাসজনিত

“আর পড়ুনঃ” MCQ শর্ট সাজেশন, আন্তর্জাতিক দেশ – মহাদেশ।

৭) নিচের কোন বানানটি শুদ্ধ নয়- অহোরাত্র, মনঃপূত, কৃত্তিবাস, হৃদ্স্পন্দন
উত্তরমালাঃ হৃদ্স্পন্দন

৮) শুদ্ধ বানানটি নির্দেশ করুন?
উত্তরমালাঃ মুহুর্মুহু

৯) তাপ শব্দের বিপরীতার্থক শব্দ-
উত্তরমালাঃ শৈত্য

১০) নিচের কোন বানানটি শুদ্ধ?
উত্তরমালাঃ বিভীষিকা

১১) এর সন্ধি বিচ্ছেদ করুনঃ মস্যাধার
উত্তরমালাঃ মসী+ঈশ

১২) এর সন্ধি বিচ্ছেদ করুনঃ ক্ষৎপিপাসা
উত্তরমালাঃ ক্ষধ্+পিপাস

১৩) এর সন্ধি বিচ্ছেদ করুনঃ মনোহর
উত্তরমালাঃ মনঃ + হর

১৪) এর সন্ধি বিচ্ছেদ করুনঃ ণিজন্ত
উত্তরমালাঃ ণিচ্+অন্ত

“আর পড়ুনঃ” ছোট ছেলেদের প্রফাইল পিক, ফটো, ছবি, পিকচার

১৫) এর সন্ধি বিচ্ছেদ করুনঃ যজ্ঞ
উত্তরমালাঃ যজ্+ন

খাদ্য অধিদপ্তর পরিক্ষার MCQ সাজেশন ২০২১

১৬) বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
উত্তরমালাঃ রাজা রামমোহন রায়

১৭) প্রবহমান দুইটি নদীর মধ্যবর্তী ভূমিকে বলে-
উত্তরমালাঃ দোয়াব

১৮) অপরাধী শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তরমালাঃ নিরপরাধ

১৯) ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে-
উত্তরমালাঃ ১২ টি

সমাধান ৭২=১×৭২
=২×৩৬
=৩×২৪
৪×১৮
৬×১২
৮×৯

২০) যদি একটি মৌলিক সংখ্যা হয় তবে √p
উত্তরমালাঃ একটি অমূলদ সংখ্যা

২১) একটি দ্রব্য ২৪০ টাকায় বিক্রয় করাতে ৪% ক্ষতি হলো। বিক্রয় কত হলে ৪% লাভ হত?
উত্তরমালাঃ ২৬০

২২) ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৬০%
উত্তরমালাঃ ৮০

২৩) কোন আসল ২০ বছরে সুদে-মূলে দ্বিগুণ হলে কত বছরে সুদে-মূলে তিনগুন হবে?
উত্তরমালাঃ ৪০ বছরে

২৪) ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাসমুহের গড় কত?
উত্তরমালাঃ ৫০

২৫) a+b=৫ এবং a-b=৩ হলে ab এর মান কত?
উত্তরমালাঃ ৪

২৬) একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে?
উত্তরমালাঃ ২ টি

২৭) ৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যারগুলোর গুনফল হবে-
উত্তরমালাঃ ৩৫

২৮) ১ মিটার এ কত ইঞ্চি?
উত্তরমালাঃ ২.৫৪

২৯) ১৬ জন লোক একটি কাজ ৬ দিনে করতে পারে। ১২ জন লোক কাজটি কত দিনে করতে পারবে?
উত্তরমালাঃ ৮ দিনে

৩০) কোনো বিন্দুর স্তানাঙ্ক (x, y) হলে, মূল বিন্দুর দুরত্ব কত?
উত্তরমালাঃ

৩১) বাংলাদেশের আমদানি ক্ষেত্রে কোন দেশের অবস্থান শীর্ষে?
উত্তরমালাঃ চীন

৩২) বাংলাদেশের কৃষি আবহাওয়া পুর্বাভাস কেন্দ্র রয়েছে কতটি?
উত্তরমালাঃ ১২ টি

৩৩) মুজিবর রহমান য়ে কারাগারে বন্দি ছিলেন-
উত্তরমালাঃ ফরিদ পুর।

“আর পড়ুনঃ” একটা মেয়ের অনেক গুলো ছবি, পিকচার, পিক, ফটো

৩৪) পদ্মরাগ উপন্যাসের রচিুয়তা-
উত্তরমালাঃ রোকেয়া সাখাওয়াত হোসেন

৩৫) যে কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন-
উত্তরমালাঃ আনন্দময়ীর আগমনে

৩৬) বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তথ্য চলে যায়?
উত্তরমালাঃ Ram

৩৭) কোন সংখ্যা ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ওই সংখ্যাটি। সংখ্যাটি কত?
উত্তরমালাঃ ৭০

খাদ্য অধিদপ্তর পরিক্ষার MCQ সাজেশন ২০২১

 

কিছু লিখিত প্রশ্ন তুলে ধরা হলো নিন্মে
(১) অর্থসহ বাক্য রচনা করুনঃ
ক) কুল কাঠের অঙ্গার (তীব্র জ্বালা)
=পিতা, পুত্রের মৃত্যুতে অন্তরে কুল কাঠের অঙ্গার অনুভব করছে।

খ) ননীর পুতুল (আদুরের দুলাল)
=আহ! রোদের আচ সয়না, যেন ননীর পুতুল।

গ) ঘাটের মড়া (অতি বৃদ্ধ)
=বড় লোক বলেই কি ঘাটের মড়ার সঙ্গে মেয়ের বিয়ে দিতে হবে।

ঘ) নেই আঁকড়া (একগুঁয়ে স্বভাব)
=তোমার নেই আঁকড়াকে দিয়ে কিছুই হবে না।

ঙ) ভুষণ্ডির কাক (বিচক্ষন ব্যক্তি)
=সব শিক্ষকই ভূষণ্ডির কাক হতে পারে না।

(2) Translate into English
a) ঠিক আছে, চলো যাই।
=All right, Let”s go.
b) এ বছর ৬ লক্ষ টন চাল সংগ্রহ করা হবে।
= Six Lac tones of rice will be collected in this year.
c) বিপদের সময় সাহস হারিও না।
=Don”t loss the patience in danger.
d) আত্ননির্ভরশীলতা বলতে বোঝায় নিজের উপর নির্ভরশীলতা।
=Self dependence means depends on ownself.
e) গুড়ি ‍গুড়ি বৃষ্টি পড়িতেছে।
=It is drizzling.

“আর পড়ুনঃ” GP Internet Balance Check (জিপি ইন্টারনেট ব্যালেন্স)

৪) নিচের প্রশ্নগুলোর উত্তর দাও

ক) CPU ও OMS এর পূর্ণরূপ কী?
=CPU= Central Processing Unit.
=OMS= Order Management System.
খ) ১ টন + কত কুইন্টাল এবং ১ ইঞ্চি= কত সেন্টিমিটার?
=১ টন = ১০ কুইন্টাল, ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
গ) কম্পিউটার কিবোর্ড হতে সেভ ও কপি করার সংক্ষিপ্ত কমান্ড কি?
=সেভ করার কমান্ড= Ctrl+S, কপি করার কমান্ড= CTrl+C

৫) Fill in the blanks.

a) You have no experience ……………this matter.
Ans: in

b) I have no afferction …………..him.
Ans: for

c) He expressed his gratitude……………his boss
Ans: to

d) He has a reputation…………eloquence.
Ans: for

e) I apologize …………….. him.
Ans: to

খাদ্য অধিদপ্তর পরিক্ষার MCQ সাজেশন ২০২১

৬) it the write forms of verb

a) Why he (come) home yesterday?
Ans: Why did he come home yesterday?

b) The patient (died) before the doctor came>
Ans: The paient had before the doctor came.

c) It is high time he (change) his bad habits.
Ans: It is high time he changed his bad habits

d) Had I possessed vast property, I (establish) a college.
Ans: Had I possessed vast property, I would have established a college.

e) He may (come) tomorrow.
Ans: He may be coming tomorrow

৭) সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর

ক) মজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ তাজউদ্দীন আহমেদ

খ) দুধ পরীক্ষা করার যন্ত্রটির নাম কি?
উত্তরঃ ল্যাক্টোমিটার

গ) সরকারি সাইলো কতটি আছে?
উত্তরঃ ৫ টি

“আর পড়ুনঃ” এসএসসি রসায়ন mcq উত্তরমালা 2021 SSC মডেল ৮

ঘ) গ্রীনিচ মান অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগেে
উত্তরঃ ৬ ঘন্টা

ঙ) কইক হিল কি?
উত্তর এন্টিভাইরাস সফটওয়্যার

চ) বাংলাদেশের ‍মুক্তিযুদ্ধের প্রধান সেনা পতি কে ছিলেন?
উত্তরঃ জেনারেল মুহাম্মাদ আতাউল গণি ওসমানী

ছ) ইনসুলিনের অভাবে কী রোগ হয়?
উত্তরঃ ডায়বেটিস

জ) ‍সুয়েজ খান কোন দুই সাগরেকে যুক্ত করেছে?
উত্তরঃ ভূমধ্যসাগরকে লোহিত সাগরের যুক্ত করেছে

ঝ) জাতিসংঘের বর্বমান মহাসচিবের নাম কি?
উত্তর অ্যান্তেনিও গুতেরেস, পর্তুগাল

ঞ) কে, কবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন?
উত্তরঃ তোফেয়ের আহমেদ, ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯

About Post Author

Related posts