প্রশ্ন : জগৎ শেঠ বলতে কাদের বোঝায়?
উত্তর: জগৎ শব্দের অর্থ বিশ্ব এবং শেঠ অর্থ ব্যাংকার। জগৎ শেঠ এর অর্থ বিশ্ব ব্যাংকার।
এটি বংশগত রাজকীয় উপাধি। প্রাতিষ্ঠানিক ব্যাংকিং পদ্ধতি চালু হওয়ার পূর্ব পর্যন্ত জগৎ শেঠ পরিবারই ঢাকা ও মুর্শিদাবাদের অর্থ নিয়ন্ত্রণ করতো।
১৭১২ খ্রিষ্টাব্দে মুর্শিদকুলী খান জগৎ শেঠ পরিবারের প্রতিষ্ঠাতা সানিক চাঁদকে ‘নগর শেঠ’ উপাধি দেয়ার জন্য সম্রাট ফররুখ সিয়ার-এর নিকট সুপারিশ করেন। পরবর্তীতে, মানিক চাঁদের মৃত্যুর পর তার উত্তরাধিকারী যতেহ চাঁদকে সম্রাট মাহমুদ শাহ ‘জগৎ শেঠ’ উপাধিতে ভূষিত করেন।
“আর পড়ুনঃ” Tell, Say, Speak এবং Talk এই শব্দগুলোর পার্থক্য জানতে চাই