হিসাববিজ্ঞান MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১

হিসাববিজ্ঞান MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১

১) নিচের কোনটি অভ্যন্তরীণ লেনদেন উদাহরণ?
উত্তরমালাঃ মেশিনারি ব্যবহারজনিত উদ্ভত মূল্য হ্রাস

২) রিফাতের কারবারে প্রাম্ভিক মজুদ পণ্য ১৫,০০০ টাকা, নিট ক্রয় ৭,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্য ৮,০০০ টাকা। উক্ত কারবারে সমন্বিত ক্রয়ের পরিমাণ কত টাকা?
উত্তরমালাঃ ১৪,০০০

“আর পড়ুনঃ” এস.এস.সি ২০২১ বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরমালা (বোর্ড ঢাকা)

৩) সাকিব ট্রেডার্সের নিকট প্রাপ্ত ৫,০০০ টাকা সাকিব ট্রেডার্সের পরিবর্তে রাকিব ট্রেডার্সেকে ক্রেডিট করা হয়েছে।
উত্তরমালাঃ বেদাখিলার ভুল

“আর পড়ুনঃ” এসএসসি পদার্থ বিজ্ঞান mcq 2021

৪) ধারে পন্য বিক্রয়ের ক্ষেত্রে দেনাদারের নিকট থেকে যে টাকা আদায় হবে না বলে নিশ্চিত সেটিকে কি বলা হয়?
উত্তরমালাঃ কুঋণ

৫) পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে কে?
উত্তরমালাঃ বিক্রেতা

৬) আবিদ ফরিদকে কত টাকা পরিশোধ করেছে?
উত্তরমালাঃ ২২৩১০

৭) বিক্রয় সত্বেও ফরিদের জন্য কোন ধরনের বাট্টা নির্দেশ করে?
উত্তরমালাঃ প্রদত্ত বাট্টা

৮) অন্যান্য আয়ের অন্তর্ভুক্ত
উত্তরমালাঃ i) প্রাপ্ত লভ্যাংশ
ii) বিনিয়োগের সুদ

৯) প্রতিটি দেনাদার ও পাওনাদারের জন্য প্রস্তুতকৃত খতিয়ান কে কি বলা হয়?
উত্তরমালাঃ সহকারি খতিয়ান

১০) পাওনাদার ২৭০০০ টাকা, অলিখিত বহিঃফেরত ৩০০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ৫০০০ টাকা হলে, চলতি দায় এর পরিমাণ কত টাকা
উত্তরমালাঃ ২৯০০

১১) স্বল্পমেয়াদী দায় হলো
উত্তরমালাঃ i) পাওনাদার
iii) বকেয়া মজুরি

“আর পড়ুনঃ” প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পরীক্ষার MCQ প্রশ্ন ২০২১

১২) নিচের কোনটির মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়?
উত্তরমালাঃ রেওয়ামিল

১৩) জানুয়ারি ১৫ তারিখে সাধারণ জাবেদা কোনটি?
উত্তরমালাঃ নগদান হিসাব ডেবিট যন্ত্রপাতি হিসাব ক্রেডিট

১৪)উপযুক্ত হিসাবটি থেকে জানুয়ারি মাসের নগদ লেনদেন সম্পর্কে যা প্রকাশ পায় তা হল-
উত্তরমালাঃ i) সমাপনী হাতে নগদ ৯০০০ টাকা
ii) নগদ প্রদান ৩০০০ টাকা

১৫) চলমান জের ছকে হিসাবের জের কখন জানা যায়?
উত্তরমালাঃ যে কোনো সময়ে

১৬) আয় হিসাবসমূহ সর্বদা কোন জের প্রকাশ করে?
উত্তরমালাঃ ক্রেডিট জের

হিসাববিজ্ঞান MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১

১৭) তিহামের নিকট পণ্য বিক্রয় লেনদেনটি নিচের কোন বইতে লিপিবদ্ধ করা হয়?
উত্তরমালাঃ বিক্রয় জাবেদা

১৮) নিচের কোন হিসাবটি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে?
উত্তরমালাঃ বহিঃফেরত

১৯) চলতি বছরে আয় ব্যয় পরবর্তী বছরে অন্তর্ভুক্তি রোধকল্পে নিচের কোনটি প্রয়োজন?
উত্তরমালাঃ সমন্বয় দাখিলা

২০) নিজের কোন ভুলটি থাকা সত্বেও রেওয়ামিল মিলে যায়?
উত্তরমালাঃ নীতিগত ভুল

২১) লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে কোন বইতে লিপিবদ্ধ করা হয়?
উত্তরমালাঃ জাবেদা

“আর পড়ুনঃ” বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১

২২) ব্যবসায় ব্যয় বৃদ্ধি পেলে নিচের কোনটি ঘটে?
উত্তরমালাঃ মালিকানা স্বতৃ হ্রাস পায়

২৩) ক্রেডিট নোট কে তৈরি করেন?
উত্তরমালাঃ বিক্রেতা

২৪) বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়- এখানে কোন হিসাবকে ডেবিট করতে হবে?
উত্তরমালাঃ ক্রয় হিসাব

২৫) বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ হয় নিচের কোনটি
উত্তরমালাঃ মুনাফাজাতীয় আয়

২৬) দুতরফা দাখিলা পদ্ধতিতে মোট ডেবিট ও মোট ক্রেডিটর টাকার অংক সমান। এই ধারনাই
উত্তরমালাঃ হিসাব সমীকরণের ভিক্তি

২৭) বহিঃফেরত দ্বারা নিচের কোনটি তৈরি করা হয়?
উত্তরমালাঃ ডেবিট নোট

২৮) উক্ত মাসে জনাব জাকিরের পরিমাণ কত টাকা?
উত্তরমালাঃ ৮,০০০

২৯) নগদ মূলধন আনায়ন -এর ফলে হিসাব সমীকরণে-
উত্তরমালাঃ মালিকানা স্বত্ব বৃ্দ্ধি পাবে
সম্পদ বৃদ্ধি পাবে

৩০) নিচের কোনটি দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি?
উত্তরমালাঃ দ্বৈত সত্ত্বা

About Post Author

Related posts