ক্রয় প্রতিদান কি? ক্রয় প্রতিদান নির্ধারণের পদ্ধতিসমূহ আলোচনা কর।

ক্রয় প্রতিদান কি? ক্রয় প্রতিদান নির্ধারণের পদ্ধতিসমূহ আলোচনা কর।

উত্তর : সাধারণ অর্থে ব্যবসায় ক্রয়ের জন্য যা ব্যয় করে বা প্রদান করে তাকে জন্য প্রতিদান বলে।

ব্যাপক অর্থে ব্যবসায় কিনে নেয়ার বদলে নতুন কোম্পানি পুরাতন কোম্পানিকে শেয়ার, ডিবেঞ্চার, নগদ ইত্যাদি যা দেয় তার মোট মূল্যকে ক্রয় প্রতিদান বলে।

“আর পড়ুনঃ” কখন একজন ব্যক্তিকে দেওলিয়া ঘোষণা করা যায়?

একত্রীকরণ, অসন বা পুনর্গঠন সকল ক্ষেত্রেই নবগঠিত কোম্পানি বা ক্রেতা কোম্পানি পুরাতন কোম্পানি বা বিক্রেতা কোম্পানিকে উপযুক্ত মূল্য প্রদান করে। এ চুক্তি মূলোকেই বলে ক্রয় প্রতিদান বা Purchase Consideration. অতএব বলা যায় যে, একটি কোম্পানি অন্য কোনো কোম্পানির মূল্য বাবদ যা পরিশোধ করে তাকেই ক্রয় প্রতিদান বলে।

Table of Contents

About Post Author

Related posts