বোনাস শেয়ার বলতে কি বুঝ?
সূচনাঃ প্রতিষ্ঠান শেয়ার মালিকদের নগদ লভ্যাংশ বণ্টন না করে যখন লভ্যাংশ বাবদ অতিরিক্ত শেয়ার পূর্ব মালিকানার শেয়ার সংখ্যানুপাতে বণ্টন করে তখন তাকে স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার বলে।
স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার সম্পর্কে বিভিন্ন লেখক যেসব মতামত প্রদান করেছেন তা নিম্নরূপ
L.J. Gitman এর মতে, “Stock dividend or bonus share is the payment to existing owners of a dividend in the form of stock’ (বর্তমান শেয়ারহোল্ডারদের স্টকের মাধ্যমে যে লভ্যাংশ দেয়া হয় তাকে স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার বলে।)”
“আর পড়ুনঃ” কখন একজন ব্যক্তিকে দেওলিয়া ঘোষণা করা যায়?
I. M. Pandy এর মতে, “কোম্পানির বিদ্যমান শেয়ার মালিকদের নগদ লভ্যাংশের পরিবর্তে অতিরিক্ত শেয়ার ইস্যুর মাধ্যমে যে লভ্যাংশ প্রদান করে তাকে স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার বলে।”
“আর পড়ুনঃ” ক্রয় প্রতিদান কি? ক্রয় প্রতিদান নির্ধারণের পদ্ধতিসমূহ আলোচনা কর।
Block and Hirt -এর মতে, “Stock dividend is dividend paid in stock rather than cash.”
উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, কখন কোনো প্রতিষ্ঠান তারল্য সংকটের কারণে বা অন্য কোনো উদ্দেশ্যে শেয়ার মালিকদের নগদ লভ্যাংশ প্রদান না করে শেয়ারের মাধ্যমে লভ্যাংশ বন্টন করে তবে তাকে স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার বলে।