দেউলিয়া হিসাব বলতে কি বুঝ?

দেউলিয়া হিসাব বলতে কি বুঝ?

ভূমিকাঃ সাধারণত দেনা পরিশোধে অক্ষম ব্যক্তিকে দেউলিয়া বলে এবং দেউলিয়া অবস্থাকে দেউলিয়ান বলে।

আইনের দৃষ্টিতেঃ ১৯৯৭ সালের দেউলিয়া আইন অনুসারে যদি কোনো ব্যক্তি দায়-দেনা পরিশোধে অক্ষম হয় এবং
তার বাক্তিগত পাওনাদারগণের আবেদনের প্রেক্ষিতে উপযুক্ত আদালত তাকে দেউলিয়া ঘোষণা করে তবে তাকে দেউলিয়া বলে।

“আর পড়ুনঃ” বোনাস শেয়ার বলতে কি বুঝ?

মনীষীর সংজ্ঞাঃ মুখার্জী ও হানিফের মতে, “A Person is said to be insolvent when his liabilities exceed his assets and against whom the court makes an order of adjucation.”

“আর পড়ুনঃ” ন্যূনতম খাজনা (Minimum Rent) কাকে বলে।

Prof. Chamber’s এর মতে, “One who is unable to pay his debt is an insolvent

উপসংহারঃ পরিশেষে বলা যায়, যে ব্যক্তি দেউলিয়া হিসেবে আদালত কর্তৃক ঘোষিত হয়েছে, “যে ব্যক্তির সম্পত্তির তুলনায় পাওনাদারের পরিমাণ বেশি, অর্থাৎ যে ব্যক্তি তার প্রতিষ্ঠানের ঋণ ও দায়-দেনা পরিশোধে অক্ষম তাকে দেউলিয়া বলে।”

About Post Author

Related posts