ঘাটতি হিসাব কি? কিভাবে এটি প্রস্তুত করা হয়?
উত্তর: দেনাদার আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হওয়ার পর যে পরিমাণ দেনা তিনি পাওনাদারগণকে পরিশোধ করতে অক্ষম, তার কারণ বিস্তারিতভাবে প্রদর্শন করে যে হিসাব তৈরি করা হয় তাকে ঘাটতি হিসাব বলে।
তৈরির কারণ: Deficiency Account মূলত ঘাটতির কারণ বা ঘাটতি কীভাবে সৃষ্টি হয়েছে তা ব্যাখ্যা করার জন্যই তৈরি করা হয়।
“আর পড়ুনঃ” বার টেক মেশিন কাকে বলে? মেশিনে বসার পদ্ধতি কি?
Deficiency Account তৈরি করার নিয়মাবলিঃ
১. (ক) প্রারম্ভিক মূলধন, মূলধনের সুদ ও নিট লাভ এই হিসাবের ডেবিট (Dr.) দিকে বসে।
(খ) নিট ক্ষতি, উত্তোলন এই হিসাবের ক্রেডিট (Cr.) দিকে বসে।
“আর পড়ুনঃ” Modem কি? মডেম কীভাবে কাজ করে?
অন্যান্য উৎস :
(ক) ব্যবসায় ব্যতীত অন্যান্য উৎস হতে কোনো প্রাপ্তি বা মুনাফা হলে ডেবিট দিকে বসবে। যেমন- স্ত্রীর গহনা প্রদান।
(খ) অন্যান্য খাতে ক্ষতি ঘটলে ক্রেডিট (Cr) দিকে বসবে। যেমন-বাজিতে লোকসান।
৩. সম্পত্তি আদায়করণ ও বিক্রয়:
(ক) সম্পত্তি আদায়করণ মুনাফা এই হিসাবের ডেবিট (Dr.) দিকে বসবে।
(খ) সম্পত্তি আদায়করণ বা বিক্রয়ে ক্ষতি হলে ক্রেডিট (Cr.) দিকে বসবে।
“আর পড়ুনঃ” মূলদ সংখ্যা (Rational number) বের করার নিয়ম।
৪. ব্যক্তিগত দায়দেনা:
(ক) ব্যক্তিগত দেনাদার হতে ব্যক্তিগত সম্পত্তির আধিক্য এ হিসেবের ডেবিট (Dr.) পাশে বসবে।
(খ) ব্যক্তিগত সম্পত্তি হতে ব্যক্তিগত দায়দেনার আধিক্য এ হিসাবের ক্রেডিট (Cr.) পাশে বসবে।
“আর পড়ুনঃ” কখন একজন ব্যক্তিকে দেওলিয়া ঘোষণা করা যায়?
৫. বাট্টাকৃত বিলের প্রত্যাখ্যানঃ বাটাকৃত বিলের অসম্মানজনিত ক্ষতি ঘাটতি হিসাবের ক্রেডিট (Cr.) দিকে বসে।
৬. রিসিভার ফিঃ এটি এ হিসাবের ক্রেডিট (Cr.) দিকে বসবে।
৭. উভয় দিকের ঘাটতিঃ বৈষয়িক বিবরণীর উভয় দিকের যে ঘাটতি নির্দেশিত হয় তা এ হিসাবের ডেবিট দিকে বসে।