রাইট শেয়ার (Right Shares) কি

রাইট শেয়ার (Right Shares) কি

কোম্পানি আইনের ৮১ নং ধরায় বলা হইয়াছে যে কোনো কোম্পানি সংগঠিত হওয়ার ২ বৎসর পরে অথবা শেয়ার আবণ্টনের ১ বৎসর পরে যদি আরও শেয়ার আবষ্টন করিয়া বিক্রীত পুঁজির পরিমাণ বাড়াতে চাইলে তা হলো এইরূপ অতিরিক্ত শেয়ার প্রথমে ইক্যুইটি শেয়ারহোল্ডারদের নিকট হইতে আদায়ক্রিত পুঁজির আনুপাতিক হারে বিক্রয় করিবার প্রস্তাব দিতে হইবে। কোম্পানির বর্তমান ইক্যুইটি শেয়ারহোল্ডারগণকে এইরূপ শেয়ার ক্রয়ের প্রাথমিক অধিকার দেওয়া হয় বলিয়া ইহাকে অধিকার শেয়ার বলে।

S.N. Maheeshwari, Right shares are the shares so issued to the shareholders under such pre-empting.

About Post Author

Related posts