শাখা সমন্বয় হিসাব
উত্তর : ব্যাংকের প্রধান অফিস ও শাখাসমূহের মধ্যে লেনদেনের পূর্ণ হিসাব বিবরণী না পাওয়ার কারণে নির্দিষ্ট হিসাব খাতের অধীনে দেখানো হয় নাই এমন লেনদেনগুলি “শাখা সমন্বয় হিসাব” এর অধিভূক্ত করা হয়। যদি এই হিসাব খাতের ডেবিট জোর থাকে উহাকে সম্পত্তির দিকে “অন্যান্য সম্পদ” শিরোনামের অধীনে এবং ক্রেডিট জের থাকিলে “অন্যান্য দায়” শিরোনামের অধীনে দেখাইতে হয়। তবে ইহা কোন কন্ট্রা দফা নহে কারণ, একই স্থিতিপত্রের দুই পাশে ইহা দুইবার হয়না; বরং অবস্থা সাপেক্ষে একদিকে একবার দেখাইতে হয় মাত্র।
“আর পড়ুনঃ” রাইট শেয়ার (Right Shares) কি