প্রযুক্তির উপর মোট দেশজ উৎপাদন বহুলাংশে নির্ভর করে কেন?
উত্তর : প্রযুক্তির উপর মোট দেশজ উৎপাদন বহুলাংশে নির্ভর করে।
প্রযুক্তির উন্নয়ন নানাভাবে হতে পারে। নতুন আবিষ্কার, যন্ত্রপাতির ডিজাইন ও দক্ষতার উন্নতি, নতুন মালামালের আবিষ্কার ইত্যাদির মাধ্যমে প্রযুক্তির উন্নয়ন ঘটে। কৃষিখাতে চিরায়ত বীজের পরিবর্তে বিদেশি বীজ ব্যবহার করে ধানের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। একইভাবে লাউ, কুমড়া, ঢেঁড়শ ইত্যাদি সব রকমের সবজিও চাষ করা হয় প্রযুক্তির উপর করে।