ফেরাউনের লাশের দৈর্ঘ্য কত? ফেরাউনের উচ্চতা কত?

ফেরাউনের লাশের দৈর্ঘ্য কত

ফেরাউনের লাশের দৈর্ঘ্য কত? ফেরাউনের উচ্চতা কত?

ফেরাউন মূলত কারো নাম নয়।
বনি ইসরাইলিদের যুগের ধর্ম যাজক, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সম্ভ্রান্ত পরিবারের কর্তা ব্যক্তিদের উপাধি।
পরবর্তীতে বনি ইসরাইলিরা যখন রাজ্য শাসনের ক্ষমতা হারিয়ে ফেলে তখন যারা ঐ অঞ্চলের রাজা হতো তাদেরকে ফেরাউন বলে সম্বোধন করা হতো।

ফেরাউনের লাশ কত লম্বা, ফেরাউনের উচ্চতা কত তা যদি জানতে চান তবে নিচের লেখা গুলো পড়ুন।

আমাদের ওয়েবসাইটে ফেরাউনের সঠিক উচ্চতা সম্পর্কে ধারণা প্রদান করা হলো
এবং এর মাধ্যমে আপনারা সঠিক উত্তর জেনে নিতে পারি।
আমরা যারা ফেরাউন সম্পর্কে জানিনা তাদের আজকে বলবো যে,
ফেরাউন হলো মিশরের এমন এক ব্যক্তি যিনি নিজেকে আল্লাহ বলে দাবি করেছিলেন।
তিনি মিশরে আছে।

প্রকৃতপক্ষে তার ভেতরে কিছু ক্ষমতা থাকার কারণে সে ব্যক্তি নিজেকে আল্লাহ বলে দাবি করছিল।
সকলেই যেন তার আরাধনা করে, সকলেই যেন তার প্রতি কৃতজ্ঞ থাকে, এ ধরনের দাবি জোর করে চালিয়ে যাচ্ছিল।
যদিও তার স্ত্রী এ বিষয়গুলো কখনোই মানে নেই, সব সময় আল্লাহ পাকের এবাদত বন্দেই করেছেন তারপরও তার জীবনের নেমে এসেছে বিভিন্ন ধরনের অত্যাচার।

কিন্তু ফেরাউনের লাশের উচ্চতা অথবা ফেরানোর উচ্চতা কত হতে পারে এ বিষয়ে কোনো ধরনের তথ্য সেখানে সংরক্ষিত নেই।
তবে ফেরাউনের লাশ মামী বানিয়ে মিশরে সংরক্ষণ করা আছে,
তবে যারা এই প্রশ্নের মাধ্যমে তার উচ্চতা সম্পর্কে ধারণা পেলেন যে তার লাশের উচ্চতা সেন্টিমিটার এ প্রকাশ করা হয় তাহলে সেটা হবে ২০১ সেন্টিমিটার।

আর সেটা যদি স্বাভাবিক মানুষের দৃষ্টিকোণ থেকে অথবা যেভাবে আমাদের দেশে একজন মানুষের পরিমাপ করা হয় সেভাবে পরিমাপ করে তাহলে এটা হবে 6 ফুট 7 ইঞ্চি।

আমালেকা জাতির রাজার খেতাব ছিল ফেরাউন।
মিশরের অধিবাসী কিবতীদের রাজার খেতাবও ছিল ফেরাউন।
হজরত মুসা আলাইহিস সালামের সময়ের (কিবতীদের শাসক) ফিরাউনের নাম নিয়ে মতভেদ রয়েছে-

ফেরাউনদের নাম যাই হোক, তৎকালীন শাসকদের খেতাব ছিল ফেরাউন।
ইতিহাসে এ সকল শাসকরা ফিরাউন নামে পরিচিতি লাভ করেছে।
সর্বশেষ ফেরাউনের লাশ এখনো বিনা প্রক্রিয়া আল্লাহ তাআলা নির্দশন স্বরূপ অবিকল সংরক্ষণ করেছেন।
যা মিসরের মিউজিয়ামে রয়েছে। জানার উপায় সাথে

Table of Contents

About Post Author

Related posts