অব ব্যালেন্স শীট উপকরণ (Off Balance Sheet item)
অফ-ব্যালেন্স নীট কার্যক্রম বলতে সেই সকল ব্যবসায়িক কার্যাবলিকে বুঝায় যা প্রতিষ্ঠানের স্থিতিপত্র বা ব্যালেন্স শীটে তথ্য হিসাবের বহিতে প্রকাশিত হয় না। এগুলোকে অফ-ব্যালেন্স শীট ফাইন্যান্সিং নামেও অভিহিত করা হয়। ঝুঁকিবিহীন প্রক্রিয়ায় অর্থ ধরে নেয়া, অর্থ আয় করা বা সম্ভাব্য ঝুঁকি এড়ানোর কৌশলসমূহ এর আওতাভুক্ত। বিশ্বায়নের যুগে পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ ব্যবসায় ঝুঁকি হ্রাস ও লাভজনকতা বৃদ্ধির উদ্দেশ্যে এ ধরনের কার্যক্রমের পরিধি সম্প্রসারিত হচ্ছে। এ ধরনের কার্যক্রমের মধ্যে উল্লেখিত লাভজনকতা কার্যক্রমগুলো হলো: লেটার অব ক্রেডিট, এ্যাকসেপ্টন্টেড এন্ড এনডোর্সমেন্ট, ব্যাংক রেমিটেন্স, ব্যাংক গ্যারান্টি ব্যাংক কালেকশন, মার্চেন্ট ব্যাংকিং,ফ্যাক্টরিং।
আরও পড়ুনঃ CVP বিশ্লেষণ (CVP Analysis) কি