আই এফ আর এস (IFRS)
আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রস্তুতকৃত আর্থিক বিবরণীকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করার জন্য ১৯৭৩ সালে আন্তর্জাত্মিক হিসাবমান কমিটি (LASC) গঠন করা হয়। এ কমিটি আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য কিছু মান তৈরি করে। সে মানগুলোকে আন্তর্জাতিক হিসাব মান (Internartional Accounting Standard IAS) বা হয়। IASC ২০০০ সাল পর্যন্ত কাজ করে এবং বেশ কিছু IAS প্রণয়ন করে। পরবর্তীতে ২০০১ সালে IAS প্রণয়নের দায়িত্ব পড়ে International Accounting Standard Board (IASB) [এর উপর এবং IAS-এর নামকে এখন IFRS বলা হয়। বাংলাদেশের The Institute of Chartered Accountants of Bangladesh-ICAB কর্তৃক যে সব IAS/IFRS এদেশের জন্য গ্রহণ করা হয়েছে। তাকে Bangladesh Accounting Standard- BAS বা Bangladesh Financial Reporting Standard BFRS বলা হয়।
বর্তমান ব্যবসায়ে IFRS-এর ব্যবহারের কয়েকটি ক্ষেত্রের উল্লেখ করা হলো:
১. আর্থিক বিবরণী উপস্থাপনের ক্ষেত্রে-DAS-I/BFRS-1/IAS-1
২. মজুদ পণ্যর ক্ষেত্রে-BAS-2/ BFRS-2/1AS-2
৩. নগদ প্রবাহ বিবরণীর ক্ষেত্রে-BAS-7/BFRS-7/1AS-7
৪. নির্মাণ চুক্তির ক্ষেত্রে-BAS-11/BFRS-11/MAS-11
৫. আয়করের ক্ষেত্রে-BAS-12/BFRS 12/1AS-12