হিসাব তথ্যের বিভিন্ন ধরনের ব্যবহারকারী কারা? (Who are the different catagories of users of accounting information?) JAIBB
হিসাব তথ্যের ব্যবহারকারী সাধারণত দু‘প্রকার। যেমন—
অভ্যন্তরীণ ব্যবহারকারী ও (খ) বহিঃব্যবহারকারী
“আর পড়ুনঃ” হিসাববিজ্ঞানের ক্রিয়ামূলক এবং পরিচালনা সংক্রান্ত কার্যাবলি আলোচনা করুন।
(ক) অভ্যন্তরীণ ব্যবহারকারীদের তালিকা :
১. এক মালিকানা কারবারের মালিক।
২. অংশীদারি কারবারের অংশীদারগণ।
৩. যৌথমূলধনী কারবারের শেয়ারহোল্ডারগণ।
৪. ব্যবসায় পরিচালনার সাথে জড়িত ব্যক্তিবর্গ বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
৫. অভ্যন্তরীণ নিরীক্ষক।
৬. শ্রমিক ইউনিয়ন।
“আর পড়ুনঃ” হিসাববিজ্ঞানের functional এবং operational সংজ্ঞা দিন।
(খ) বহিঃব্যবহারকারীদের তালিকা :
১. কারবারে বিনিয়োগ করতে আগ্রহী ব্যক্তিগণ অর্থাৎ ভবিষ্যত বিনিয়োগকারী।
২. ধারে বিক্রয়কারী পাওনাদার।
৩. কারবারে ঋণপ্রদানকারী কর্তৃপক্ষ।
৪. বাহ্যিক নিরীক্ষক।
৫. আয়কর ও ভ্যাট কর্তৃপক্ষ।
৬. নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ——যেমন যৌথমূলধর্মী কারবারের নিবন্ধক এবং সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন।
৭. কেন্দ্রীয় ব্যাংক।
“আর পড়ুনঃ” হিসাববিজ্ঞানের সীমাবদ্ধতা বলতে কী বুঝেন? সীমাবদ্ধতাগুলো বিবৃত করুন। JAIBB
এছাড়া ভোক্তা, শ্রমিক সংঘ, পরিকল্পনাকারী, গবেষক, জনগণ, আর্থিক পরামর্শক, দালাল অবলেখক, আইনজীবী, আইন প্রণেতা, আর্থিক প্রতিবেদন প্রকাশকারী সংস্থা, আর্থিক বিশ্লেষক প্রভৃতি প্রতিষ্ঠান তাদের প্রয়োজনমত হিসাবতথ্য ব্যবহার করে থাকেন।