কেন বকেয়াভিত্তিক আর্থিক বিবরণী নগদানভিত্তিক আর্থিক বিবরণীর তুলনায় বেশি তথ্য সরবরাহ করে? (Why do accrual basis financial statements provide more useful information than cash basis statements?) FBDE
বকেয়াভিত্তিক হিসাবরক্ষণ (Accrual Basis of Accounting) হলো আয় বা মুনাফা নির্ণয়ের এরূপ একটি পদ্ধতি যেখানে ব্যবসায়িক পণ্য সরবরাহ অথবা সেবা প্রদানের বছরেই এদের বিনিময়ে প্রাপ্ত বা প্রাধবা মূল্যকে “Revenue Income হিসেবে ধরা হয়।
এক্ষেত্রে নগন টাকার আকারে উক্ত Revenue আসল কি না তা বিবেচনা করা হয় না।
একইভাবে চলচ্চি হিসাবকালে যে কোনো বাহ্যিক সূত্র হতে উৎপন্ন তথা প্রাপ্য আয়কে (নগদ না পাওয়া সত্ত্বেও) চলতি সালে হিসাম্পৃক্ত করা হয়।
এবং পাওয়ার অধিকারটিকে চলতি সালেই সম্পদ হিসেবে চিহ্নিত করা হয়।
আবার চলতি হিসাবকালে কোনো স্বীকৃত রাজস্ব আয় (যেমন বিএনগ্ন) উৎপাদনের জন্য একই সালে বায়িত (Incurred) পরচগুলোকে চলতি সালের বায় (Expenses) হিসাবে গণ্য করা হয়। উক্ত খরচগুলোকে প্রকৃতপক্ষে নগদে পরিশোধ করা হলো কিনা তা বিবেচনা করা হয় না।
যদি উক্ত খৰচ অপরিশোধিত থাকে তখন তাকে (বকেয়া অংশটুকু) একদিকে চলতি সালের ব্যায় এবং অন্যদিকে ব্যবসায়ের দায় হিসাবে গণ্য করা হয়। হিসাব শাস্ত্রের বিবেচনা মতে কেবলমাত্র বকেয়া ভিত্তিতে নির্ণীত কারবারি ফলাফলই বিশুদ্ধ, নির্ভুল ও যুক্তিসঙ্গত হতে পারে।
বকেয়াভিত্তিক হিসাবরক্ষণ প্রণালীতে সমন্বয় জাবেদান (Adjusting entries) ব্যবহার করা হয় হিসানকে আপ টু ডেট রাখার জন্য।
বাণিজ্যিক বিশ্বে বকেয়াভিত্তিক হিসাবরক্ষণ প্রণালী প্রচলিত বিদায় বল্মেভিত্তিক হিসাবরক্ষণ প্রণালী বাণিজ্যিক হিসাবরক্ষণ প্রণালী নামেও সর্বাধিক পরিচিত।
পক্ষান্তরে নগদানভিত্তিক হিসাবরক্ষণ প্রণালী একটি নির্দিষ্ট হিসাবকালে নগদ ছাড়া অন্যান্য অর্জিত আয় লিপিবদ্ধ করে না।
অনুরূপভাবে হ্রচের ক্ষেত্রে অর্পিত আয়ের বিপরীতে সকল খরচও লিপিবদ্ধ করে না।
তাই এই প্রণালীতে বিশুদ্ধ বা সঠিক আর্থিক বিবরণী তৈরি করা যায় না।
তাছাড়া নগদানভিত্তিক হিসাবরক্ষণ প্রণালী সর্বজনমায় হিসাবরক্ষণ নীতিও (GAAP) অনুসরণ করে না।
“আর পড়ুনঃ” GAAP বলতে কি বুঝায়? আর্থিক বিবরণী তৈরিতে ইহা কিভাবে প্রভাব বিস্তার করে?
উপরোক্ত আলোচনার ভিত্তিতে এটা বলা যায় যে,
বকেয়াভিত্তিক আর্থিক বিবরণী নগদানভিত্তিক আর্থিক বিবরণীর তুলনায় বেশি তথ্য সরবরাহ করে।