মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য কি?

চারটি গুরুত্বপূর্ণ আভ্যন্তরীণ ব্যবস্থাপনা

মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য কি? (What are the differences between capital expenditure & revenue expenditure?) BDE

ভূমিকা : একটি ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবসায়িক কার্যক্রমের স্বার্থে বিভিন্ন ধরনের ব্যয় সংঘটিত হয়ে থাকে। এসব সংঘটিত ব্যায়ের প্রকৃতি ও ব্যবহার উপযোগিতার উপর ভিত্তি করে বায়সমূহকে মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়রূপে বিভক্ত করা হয়। মুলধন জাতীয় বায় ও মুনাফা জাতীয় ব্যয়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন হলেও এদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।

মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য : মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্যগুলো নিচে আলোচনা করা হলো :

“আর পড়ুনঃ”হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য কী? JAIBB

পার্থক্যের বিষয়মূলধন জাতীয় ব্যয়মুনাফা জাতীয় ব্যয়
১. সংজ্ঞাসম্পত্তি অর্জনের জন্য যে ব্যয় করা হয় তাকে মূলধন জাতীয় ব্যয় বলা হয়।মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যয় হয় তাকে মুনাফা জাতীয় ব্যয় বলা হয়।
২. ব্যযের সময়এটি এককালীন প্রদত্ত হয়।এটি বারবার প্রদত্ত হয়।
৩. ব্যযের পরিমাণএর ব্যয় বড় অঙ্কের হয় কিন্তু সংখ্যায় কম হয়ে থাকে।

 

এতে ব্যয়ের পরিমাণ কম হয় কিন্তু সংখ্যায় অনেক বেশি।
8. সম্পত্তি অর্জনএর বিনিময়ে সম্পত্তি অর্জিত হয়।এর বিনিময়ে সম্পত্তি অর্জিত হয় না।
৫. উদ্দেশ্যএটির উদ্দেশ্য ব্যবসায়ের উন্নয়ন করা।এর উদ্দেশ্য ব্যবসায়কে চালু রাখা।
৬. বাস্তবতাএর ফল বাস্তবে দৃষ্টিগোচর হয়।এরূপ ব্যয়ের ফল বাস্তবে দৃষ্টিগোচর হয় না।

“আর পড়ুনঃ”হিসাববিজ্ঞানের সীমাবদ্ধতা বলতে কী বুঝেন? সীমাবদ্ধতাগুলো বিবৃত করুন। JAIBB

মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য কি?

৭. ক্ষয় ও নিঃশেষএটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়।এটি হিসাব বছরেই নিঃশেষ হয়ে যায়।
৮. ফলাফলএর ফলাফল পরোক্ষভাবে সম্ভোগ করা যায়।এর ফলফল সরাসরি সম্ভোগ করা যায়।
৯. বায়ের লিখনউদ্বৃতপত্রে সম্পত্তি হিসাবে দেখানো হয়।মুনাফা সংক্রান্ত হিসাবে দেখানো হয়।
১০. উৎপাদন ব্যয়এটি উৎপাদন ব্যয় হ্রাসে সহায়তা করে।এটি উৎপাদন ব্যয় বৃদ্ধি করে।
১১. বস্তু ও সেবাএর সাহায্যে বস্তু লাভ করা যায়।এটির সাহায্যে সেবা লাভ করা যায়।
১২. উদাহরণমূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ; যেমন— আসবাবপত্র, দালানকোঠা, যন্ত্রপাতি।মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ; যেমন বেতন, ভাড়া, প্রদত্ত বাটা।

পরিশেষে বলা যায়, মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে উপরুক্ত পার্থক্যগুলো বিদ্যমান রয়েছে। একটি হল মুনাফা অর্জনের জন্য এবং অন্যটি হল সম্পদ বৃদ্ধির জন্য। মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের সঠিক পার্থক্য নির্ণয়ের উপর সঠিক মুনাফা ও সঠিক আর্থিক অবস্থা নির্ভর করে।

“আর পড়ুনঃ” হিসাববিজ্ঞানের উদ্দেশ্যসমূহ বর্ণনা করুন। JAIBB

About Post Author

Related posts