মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য কি? (What are the differences between capital expenditure & revenue expenditure?) BDE
ভূমিকা : একটি ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবসায়িক কার্যক্রমের স্বার্থে বিভিন্ন ধরনের ব্যয় সংঘটিত হয়ে থাকে। এসব সংঘটিত ব্যায়ের প্রকৃতি ও ব্যবহার উপযোগিতার উপর ভিত্তি করে বায়সমূহকে মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়রূপে বিভক্ত করা হয়। মুলধন জাতীয় বায় ও মুনাফা জাতীয় ব্যয়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন হলেও এদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।
মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য : মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্যগুলো নিচে আলোচনা করা হলো :
“আর পড়ুনঃ”হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য কী? JAIBB
পার্থক্যের বিষয় | মূলধন জাতীয় ব্যয় | মুনাফা জাতীয় ব্যয় |
১. সংজ্ঞা | সম্পত্তি অর্জনের জন্য যে ব্যয় করা হয় তাকে মূলধন জাতীয় ব্যয় বলা হয়। | মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যয় হয় তাকে মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। |
২. ব্যযের সময় | এটি এককালীন প্রদত্ত হয়। | এটি বারবার প্রদত্ত হয়। |
৩. ব্যযের পরিমাণ | এর ব্যয় বড় অঙ্কের হয় কিন্তু সংখ্যায় কম হয়ে থাকে।
| এতে ব্যয়ের পরিমাণ কম হয় কিন্তু সংখ্যায় অনেক বেশি। |
8. সম্পত্তি অর্জন | এর বিনিময়ে সম্পত্তি অর্জিত হয়। | এর বিনিময়ে সম্পত্তি অর্জিত হয় না। |
৫. উদ্দেশ্য | এটির উদ্দেশ্য ব্যবসায়ের উন্নয়ন করা। | এর উদ্দেশ্য ব্যবসায়কে চালু রাখা। |
৬. বাস্তবতা | এর ফল বাস্তবে দৃষ্টিগোচর হয়। | এরূপ ব্যয়ের ফল বাস্তবে দৃষ্টিগোচর হয় না। |
“আর পড়ুনঃ”হিসাববিজ্ঞানের সীমাবদ্ধতা বলতে কী বুঝেন? সীমাবদ্ধতাগুলো বিবৃত করুন। JAIBB
মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য কি?
৭. ক্ষয় ও নিঃশেষ | এটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। | এটি হিসাব বছরেই নিঃশেষ হয়ে যায়। |
৮. ফলাফল | এর ফলাফল পরোক্ষভাবে সম্ভোগ করা যায়। | এর ফলফল সরাসরি সম্ভোগ করা যায়। |
৯. বায়ের লিখন | উদ্বৃতপত্রে সম্পত্তি হিসাবে দেখানো হয়। | মুনাফা সংক্রান্ত হিসাবে দেখানো হয়। |
১০. উৎপাদন ব্যয় | এটি উৎপাদন ব্যয় হ্রাসে সহায়তা করে। | এটি উৎপাদন ব্যয় বৃদ্ধি করে। |
১১. বস্তু ও সেবা | এর সাহায্যে বস্তু লাভ করা যায়। | এটির সাহায্যে সেবা লাভ করা যায়। |
১২. উদাহরণ | মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ; যেমন— আসবাবপত্র, দালানকোঠা, যন্ত্রপাতি। | মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ; যেমন বেতন, ভাড়া, প্রদত্ত বাটা। |
পরিশেষে বলা যায়, মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে উপরুক্ত পার্থক্যগুলো বিদ্যমান রয়েছে। একটি হল মুনাফা অর্জনের জন্য এবং অন্যটি হল সম্পদ বৃদ্ধির জন্য। মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের সঠিক পার্থক্য নির্ণয়ের উপর সঠিক মুনাফা ও সঠিক আর্থিক অবস্থা নির্ভর করে।
“আর পড়ুনঃ” হিসাববিজ্ঞানের উদ্দেশ্যসমূহ বর্ণনা করুন। JAIBB