Comprehensive Income বলতে কী বুঝেন? (What is comprehensive income? How does it differ from net operating income?)
একটি নির্দিষ্ট সমায়ান্তের মধ্যে প্রতিষ্ঠান কর্তৃক সৃষ্ট লেনদেন বা কোন ঘটনার কারণে কোনো কোম্পানীর নীট সম্পদের পরিবর্তনকে Comprehensive Income বলা হয়ে থাকে। Comprehensive Income এর বিবরনীর খাত ও পঞ্চাগুলো নিচে উল্লেখ করা হলো :
খাতসমূহ:
“আর পড়ুনঃ” হিসাববিজ্ঞান ও আর্থিক বিজ্ঞানের পার্থক্য বর্ণনা করুন।
১. পূর্ব নির্ধারিত উদ্ধৃত্ত অর্থের পরিবর্তন
২. বৈদেশিক মুদ্রা অনুবাদ সমন্বয়।
৩. অপ্রাপ্ত লাভ ও লোকসান।
৪. অবসর পরবর্তী সুবিধা পরিকল্পনার লাভ বা ক্ষতি।
৫. অবসর পরবর্তী সুবিধা পরিকল্পনার পূর্ব সেবা খরচ, ইত্যাদি।
“আর পড়ুনঃ” শুভলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? mcq
দফাসমূহ :
১. শেয়ারের লভ্যাংশ
“আর পড়ুনঃ” প্রান্তিক হ্রদ কোন জেলার অবস্থিত? MCQ
২. আয় বা রাজস্ব
৩. আর্থিক ব্যয়
৪. কর ব্যয়
৫. লাভ বা ক্ষতি
৬. অসমাপ্ত কার্যকলাপ।