Going concern assumption ? এমন একটা পরিস্থিতি বর্ণনা শুরুন যেখানে Going concern assumption প্রয়োগ হয় না। (What is going concern assumption? Explain a scenario in which going concern assumption is not applied.)
Going concern assumption ব্যবসায় একটা চলমান প্রতিষ্ঠান এবং বছরের পর বছর এই ব্যবসায় চলতে থাকবে-এই ধারণার উপর ভিত্তি করেই ব্যবসায়ের হিসাবপত্র রক্ষণাবেক্ষণ করা হয়।
ফলশ্রুতিতে দীর্ঘ দিন উপকার/সুবিধা পাওয়া যাবে এমন কোন ব্যয় করা হলে তাকে মুনাফা জাতীয় খরচ মনে না করে মূলধন জাতীয় খরচ অর্থাৎ সম্পত্তি হিসাব মনে করা হয়।
পরবর্তীতে হিসাব নিকাশের সময় সম্পত্তির ক্রয়মূল্য হতে যতটুকু মূল্য ক্ষয় হয়েছে অর্থাৎ অবচয় হয়েছে উহাকে খরচ হিসাবে দেখানো হয় এবং উক্ত অবচয় সম্পত্তির ক্রয়মূল্য হতে বাদ দিয়ে অবশিষ্ট মূল্য ভবিষ্যৎ বছরগুলোতে খরচ হবে এই ধারণার ভিত্তিতে উদ্বৃতপত্রে দেখানো হয়।
এজন্যই সম্পত্তি বর্তমানে বাজারে বিক্রয় করলে কত টাকা পাওয়া যাবে সেভাবে মূল্যায়ন করা হয় না।
অন্যদিকে অদৃশ্যমান এমন কিছু খরচ করা হয় যার ফলাফল দীর্ঘমেয়াদী।
যেমন ব্যবসায় গঠনের প্রাথমিক খরচ, বিজ্ঞাপন তৈরির খরচ ইত্যাদি।
চলমান প্রতিষ্ঠান ধারণা না থাকলে এগুলোকে কয়েক বছরে অল্প অল্প করে না দেখিয়ে একটি বছর/হিসাব কালে দেখানো হয় এবং ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের সঠিক আর্থিক ফলাফল নির্ণয় করা সম্ভব হত না।
“আর পড়ুনঃ” হিসাবকালের গুরুত্ব ব্যাখ্যা করুন।