Forensic হিসাববিজ্ঞান কী? এই হিসাববিজ্ঞান কী বাংলাদেশে প্রয়োগ করা যায়?

Forensic হিসাববিজ্ঞান কী? এই হিসাববিজ্ঞান কী বাংলাদেশে প্রয়োগ করা যায়? (What is forensic accounting? Can this accounting be applied in Bangladesh?)

●Forensic Accounting হিসাববিজ্ঞানে যে শাখা হিসাবরক্ষণ নিরীক্ষা এবং তদন্ত কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা করে জাল-জুয়াচুরি ও প্রতারণা উদ্ঘাটনে কাজ করে তাকে ফরেনসিক একাউন্টিং বলে। যেমন: দুদক, এফবিআই, সরকারি সংস্থা কর্তৃপক্ষ কর্তৃক উদ্ঘাটিত কার্যাবলি। এক্ষেত্রে মামলা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিগত বছরের হিসাব সংক্রান্ত কার্যক্রম যাচাই বাছাই করা হয়। ফরেনসিক একাউন্টিং প্রয়োগের পূর্বে কোম্পানির ইতিবাচক ফলাফল আসবে কিনা তা বিবেচনা করা আবশ্যক।

@ Weygandt Kimmel & Kieso-এর মতে, “Forensic According is an area of accounting that uses accounting, auditing and investigative skills to conduct investigations into theft and fraud.”

“আর পড়ুনঃ” হিসাববিজ্ঞানের সর্বজনস্বীকৃত নীতিমালা কি কি? আলোচনা করুন।

বাংলাদেশের বেশির ভাগ খাত দুর্নীতিতে নিমজ্জিত।
সরকারি বেসরকারি সব ক্ষেত্রেই কোটি কোটি টাকার দূর্নীতি হচ্ছে।
Forensci Accounting প্রয়োগের মাধ্যমে এ দুর্নীতি রোধ করা যেতে পারে।
এ প্রয়োগের পূর্বে ব্যয় ও উপকার তুলনা Comparison) করে দেখতে হবে এটি ইতি বাচক কিনা।

Table of Contents

About Post Author

Related posts