হিসাববিজ্ঞানের সামঞ্জস্যতা নীতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন।

হিসাববিজ্ঞানের সামঞ্জস্যতা নীতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। (Explain the necessity of consistency principle in Accounting.)

এই নীতির মূলকথা হলো হিসাবরক্ষণের সময়কালে বিভিন্ন বছরের একই নীতির অনুসরণ করা। কারণ প্রতিষ্ঠানের বিভিন্ন বছরের লাভ ক্ষতি তুলনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে। যদি বিভিন্ন বছর বিভিন্ন নীতি গ্রহণ করা হয় তাহলে এক বছরের আর্থিক ফলাফলের সাথে অন্য বছরের ফলাফলের সামঞ্জস্য থাকবে না। ফলে ভুলনামূলক সিদ্ধান্ত ও সুষ্ঠু হবে না। যেমন— এক বছর যদি মজুত মানের মূল্য ক্রয়মূল্যে দেখানো হয় এবং আরেক বছর যদি বিক্রয়মূল্য বা বাজারমূল্যে দেখানো হয় তাহলে লাভ নির্ণয়ে মতবিরোধ দেখা দিবে। তাই হিসাব রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এই নীতি অনুসরণ করা আবশ্যক।

তবে, এ ধারণা পোষণ করা উচিত নয় যে, কোন নিয়ম একবার চালু করলে এটি আর পরিবর্তন করা যাবে না।
পরিবর্তিত অবস্থা বিবেচনা করে যদি দেখা যায় যে, নিয়ম কতিপয় পরিবর্তনের ফলে আরও উন্নত মানের ফল লাভ করা যাবে, তাহলে অবশ্যই নীতির পরিবর্তন করা যাবে।

“আর পড়ুনঃ” সম্প্রতি একটি IAS লাভ-ক্ষতি হিসাব এবং উদ্বৃত্তপত্রে কিছু পরিবর্তন-এর কথা বলেছে। এগুলো কী?

About Post Author

Related posts