টার্মগুলোর সংজ্ঞা দিন: ব্যয়, ক্ষতি, আয় এবং লাভ।

টার্মগুলোর সংজ্ঞা দিন: ব্যয়, ক্ষতি, আয় এবং লাভ (Define the terms Expense, Loss, Revenue and Gain.)

ব্যয়: আয় অর্জনের জন্য ব্যবহৃত পণ্য বা সেবার মূল্যকে ব্যয় বা খরচ বলে। অন্যভাবে বলা যায়, একটি নির্দিষ্ট সময়কালে আয় অর্জনের জন্য নগদে যেসব অর্থ প্রদান করা হয় এবং যেসব অর্থ পরিশোধ না করার জন্য দায়ের সৃষ্টি হয় তাকে খরচ বা ব্যয় বলে।

ক্ষতি: নিয়মিত খরচ ও মালিকের প্রতি বন্টন ছাড়া অন্যান্য অপ্রত্যাশিত ঘটনা বা আনুসঙ্গিক উৎস বা অনিয়মিত ঘটনা থেকে সৃষ্ট খরচ দ্বারা মালিকানা সত্ত্বার হ্রাস ঘটলে ভাবে ক্ষতি বলে।

“আর পড়ুনঃ” হিসাববিজ্ঞান ও আর্থিক বিজ্ঞানের পার্থক্য বর্ণনা করুন।

আয়: সাধারণ অর্থে আয় বলতে ব্যবসায় নগদ টাকার আন্তঃপ্রবাহকে বুঝায়। ব্যাপক অর্থে, একটি নির্দিষ্ট হিসাবকালে কোনো প্রতিষ্ঠান পণ্য বিক্রয় ও সেবা প্রদানের বিনিময়ে যে অর্থ আদায় বা অর্জন করে এবং যে অর্থ আদায় না হলেও তা পাওয়ার অধিকার জন্মায় ডাকে আয় বা রাজস্ব আয় বলে। অর্থাৎ, আয় নগদে পাওয়া যেতে পারে অথবা ভবিষ্যতে পাওয়ার অধিকার সৃষ্টি হতে পারে।

“আর পড়ুনঃ” হিসাববিজ্ঞানের সর্বজনস্বীকৃত নীতিমালা কি কি? আলোচনা করুন।

লাভ: রাজস্ব আয় বা মালিকের বিনিয়োগ ব্যতিত অন্যান্য অপ্রত্যাশিত কিংবা অনিয়মিত ঘটনা থেকে সৃষ্ট মুনাফা দ্বারা মালিকানা সত্ত্বার বৃদ্ধি ঘটলে তাকে লাড় বলে।

Table of Contents

About Post Author

Related posts