আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্যসমূহ আলোচনা করুন ( Discuss the objectives of financial analysis.)
যে কোন কারবার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিশ্লেষণের জন্য সংশ্লিষ্ট মালিক, পাওনাদার,
ব্যাংকার, আর্থিক প্রতিষ্ঠান, কর্মচারী, বিনিয়োগকারী, ক্রেতা বা বিক্রেতা স্বাভাবিকভাবেই আগ্রহী হয়ে থাকে।
প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী তথা ক্রয় বিক্রয় হিসাব, লাভ-লোকসান হিসাব, লাভ-লোকসান আবণ্টন হিসাব, উতপত্র ও অন্যান্য বিবরণীসমূহ সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে বিশ্লেষণ করা যেতে পারে।
আর্থিক বিবরণী বিশ্লেষণের মূল উদ্দেশ্যগুলো নিম্নরূপ
১. ব্যবসায়ের স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ ক্ষমতা তথা তারল্য কাঠামো সম্পর্কে অবহিত করা।
২. প্রতিষ্ঠানের লাভ-লোকসান অর্জন ক্ষমতা পর্যালোচনা করা।
৩. ব্যবসায় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি আর্থিক সচ্ছলতা তথা লিভারেজ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।
৪. প্রতিষ্ঠানের সম্পদের সদ্ব্যবহার ও কাম্য ব্যবহার সম্পর্কে বিশ্লেষণ করা।
৫. প্রতিষ্ঠানের ক্রম উন্নয়ন, অগ্রগতি প্রতিযোগীদের অবস্থানের সাথে নিজেদের অবস্থানের তুলনামূলক বিশ্লেষণ করা।
৬. শেয়ার প্রতি উপার্জন হার, শেয়ারের বাজার মূল্য, বিনিয়োগকারীদের সন্তুষ্টি লাভজনক বিনিয়োগ পরিবেশ ইত্যাদির আলোকে প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা মূল্যায়ন করা।
৭. পরিবর্তনশীল অবস্থার সাথে ব্যবস্থাপনার সামঞ্জস্য বজায় রাখার ক্ষমতা বিচার করা।
“আর পড়ুনঃ” আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে আপনি কী বুঝেন?
হিসাবরক্ষণের বিশ্লেষণাত্মক কাজের মাধ্যমে ব্যবস্থাপনাকে গাণিতিক আর্থিক পরিকল্পনা প্রণয়নে ও নিয়ন্ত্রণে প্রভূত পরিমাণে সহায়তা করে।
প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যাপারে এ বিশ্লেষণ খুবই সহায়ক ভূমিকা পালন করে।
তাছাড়া বাইরের পক্ষের বিনিয়োগকারী, পাওনাদার, ব্যাংক প্রতিষ্ঠান ইত্যাদির কাছেও আর্থিক বিবরণী বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ।
“আর পড়ুনঃ” হিসাববিজ্ঞানে Comparability এবং Consistency বলতে কী বুঝেন? ওদের মধ্যে পার্থক্য করুন।
আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্যসমূহ আলোচনা করুন।
নিচে বিভিন্ন পক্ষের কাছে আর্থিক বিবরণীর উদ্দেশ্য কি তা আলোচনা করা হলো :
(i) একজন শেয়ারহোল্ডার কারবারটি লাভজনকভাবে ও সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা তা জানতে আগ্রহী কারণ এর ভিত্তিতে তিনি শেয়ার ক্রয় করে বিনিয়োগ করবেন।
(ii) আর্থিক বিবরণীর তাৎপর্য ও অর্থ অনুধাবন করা যাতে কারবারের সচ্ছলতা ও দূর্বলতা জানা যায় এবং ভবিষ্যতের পূর্বানুমান রচনা করা যায়।
(iii) প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও মুনাফার্জনের ক্ষমতা সম্পর্কে এক বিস্তৃত কার্যকারণ সমীক্ষা করা এ বিশ্লেষণের অন্যতম উদ্দেশ্য।
(iv) একজন বিনিয়োগকারী বিনিয়োগ করার পূর্বে কিংবা একজন ঋণদাতা প্রতিষ্ঠানকে ঋণ দেবার আগে বিনিয়োগের বা ঋণ প্রতিদান সম্পর্কে জানতে আগ্রহী হন।
বিনিয়োগ এবং ঋণদান কতটুকু নিরাপদ এবং তার প্রতিদান কতটুকু নির্ভরশীল তা জেনে নিয়েই সিদ্ধান্ত নেবেন।
“আর পড়ুনঃ” হিসাববিজ্ঞান ও আর্থিক বিজ্ঞানের পার্থক্য বর্ণনা করুন।
আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্য বিশ্লেষণকারীর দৃষ্টিভঙ্গি এবং প্রতিষ্ঠানের প্রতি তাঁর আগ্রহের মাত্রা অনেকখানি নির্ভর করে।
কারণ আর্থিক বিবরণীর বিশ্লেষণের উপর নির্ভর করে একজন বিনিয়োগকারী ও ঋণদাতা প্রতিষ্ঠানে বিনিয়োগ বা ঋণদান করবে কিনা, সেই দৃষ্টিকোণ থেকে আর্থিক বিবরণী বিশ্লেষণ করা উচিত।বিশ্লেষণের প্রকৃতি, বৈশিষ্ট্য ও গভীরভাবে উপর বিশ্লেষণের উদ্দেশ্য নির্ভর করে।