২০২২ সালের একাদশ শ্রেনিতে ভর্তির ১ম পর্যায়ের নিশ্চায়ন ফি সঠিক ভাবে জমা হয়েছে কি না তা চেক করে নিন

একাদশ শ্রেনিতে ভর্তির ১ম পর্যায়ের ভর্তির আবেদন এর রেজাল্ট বের হয়েছে গত ২৯ এ জানুয়ারি তে। এখন চলতেছে নিশ্চায়ন বা রেজিষ্ট্রেশন ফি জমা দিয়ার কাজ। ফি জমা দিয়া যাচ্ছে মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ, উপায় এবং টেলিটক সিমের মাধ্যমে। অনেক এ নিশ্চায়ন ফি জমা দিয়েছে এখন তাদের মনে প্রশ্ন হচ্ছে ফি তো জমা দিলাম তা সঠিক ভাবে জমা হলো কি না বা আমার ভর্তির রেজিষ্ট্রেশন টা হলো কি না ইত্যাদি নানা কথা.!

নিশ্চায়ন ফি পাঠিয়ে দিয়ার পর খুব সহজেই জানতে পারবেন যে আপনার নিশ্চায়ন ফি সঠিক ভাবে জমা হয়েছে কি না। তা জানতে এখানে ক্লিক করুন

তার পর এখানে ক্লিক করুন।

তার পর আপনার রোল, শিক্ষা বোর্ড, পরিক্ষা সাল, রেজিষ্ট্রেশন নাম্বার এবং Verification কোড সিলেষ্ট করে দিয়ে View Payment Information এ ক্লিক করুন.!

তার পত আপনার নাম সহ ফি প্রদান এর তথ্য দেখতে পারবেন।

Table of Contents

About Post Author

Related posts