অনুপাত তুলনায় আদর্শমান বলতে কী বুঝেন? (What do you mean by standards for comparing ratios?)
আর্থিক বিবরণী বিশ্লেষণের অন্যতম প্রধান কৌশল বা Tools হচ্ছে অনুপাত বিশ্লেষণ।
আমরা জানি, অনুপাত বিশ্লেষণের মূল কাজ হচ্ছে বিভিন্ন উপাত্তের মধ্যে পারস্পরিক তুলনা করা।
এ তুলনা করার জন্য সর্বজনগ্রাহ্য বিভিন্ন প্রমাণ ব্যবহার করা হয়।
আর সে জন্যই অনুপাত বিশ্লেষণে ব্যবহৃত তুলনার প্রমাণসমূহ সম্পর্কে জানা প্রয়োজন।
১. প্রচলিত প্রমাণসমূহ (Conventional standards): বিভিন্ন আর্থিক বিশ্লেষকগণ তাদের অভিজ্ঞতা, মেধা ও ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে অনুপাত বিশ্লেষণ তুলনার জন্য কিছু প্রমাণ তৈরি করেছেন যা বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে তাকে প্রচলিত প্রমাণ বলে। যেমন—চলতি সম্পদ ও চলতি দায়ের অনুপাত হবে ২: ১ এবং এসিড টেস্ট অনুপাত ১:১ হতে হবে।
যদিও এ ধরনের প্রমাণের কোন যুক্তিগত ভিত্তি নেই তবুও অধিকাংশ ক্ষেত্রে এর সত্যতা প্রতিফলিত হয়।
“আর পড়ুনঃ” অনুপাত বিশ্লেষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করুন।
২. শিল্পের অনুপাত (Industry ratio): প্রতিষ্ঠান যে শিল্পের অন্তর্গত সেই শিল্পের অনুপাতের সাথেও তুলনা করা যেতে পারে।
যেমন বস্ত্র শিল্পের সম্পত্তির উপর আয়ের হার (ROA) যদি ১৮% হয় তবে ঐ শিল্পে যে কোন একটি প্রতিষ্ঠান তার নিজস্ব ROA উক্ত হারের সাথে তুলনা করতে পারে তারা ভালো করছে না খারাপ অবস্থায় আছে।
“আর পড়ুনঃ” অনুপাত বিশ্লেষণ কী?
৩. সমজাতীয় প্রতিযোগী ব্যবসায়ের অনুপাত (Ratio of the homogenus competitive business): একই শিল্পের অন্তর্ভুক্ত সমজাতীয় প্রতিযোগী ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন অনুপাতের সাথে নিজস্ব ফার্মের সংশ্লিষ্ট অনুপাতগুলোর তুলনা করে নিজস্ব প্রতিষ্ঠানের সফলতা বা ব্যর্থতা বুঝা যায়। যেমন—গ্রামীণ ফোন এবং বাংলালিংক এর সাথে তুলনা করা যেতে পারে।
অনুপাত তুলনায় আদর্শমান বলতে কী বুঝেন?
8. অতীত অনুপাত (Previous years ratio): কোন প্রতিষ্ঠান যখন অতীত কার্যাবলির উপর ভিত্তি করে অনুপাত তৈরি করে তখন সেই অনুপাতের সাথে বর্তমান কার্যাবলির মাধ্যমে তৈরি অনুপাতসমূহ তুলনা করে তাকে অনুপাত মূল্যায়ন বলে। যেমন, ইউনিলিভার বাংলাদেশ লিঃ ২০০৯ সালের নিট মুনাফার ১৮% তা বিগত বছরের হার ১৬% এর সাথে তুলনা করতে পারে।
মূলত উপরোক্ত প্রমাণসমূহ (standards) কোন প্রতিষ্ঠান আর্থিক বিশ্লেষণের ক্ষেত্রে অনুপাত বিশ্লেষণের জন্য ব্যবহার করে।
পক্ষান্তরে, সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক অবস্থার উপরও অনুপাতের মান (Standard) নির্ভর করতে পারে।