বাণিজ্যিক ব্যাংকের ম্যানেজারদের নিকট কোন হিসাব অনুপাত দরকারি?

বাণিজ্যিক ব্যাংকের ম্যানেজারদের নিকট কোন হিসাব অনুপাত দরকারি? (What accounting ratios) are useful to the managers of commerical bank?)

একজন বাণিজ্যিক ব্যাংকের ম্যানেজারকে আমানতকারীর টাকা বিনিয়োগের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হয়।
বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন প্রকল্পে, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে।
এই ঋণ গ্রহীতা ঋণের সুদ নিয়মিতভাবে পরিশোধের সমর্থ কিনা তা বিচার করে তার আর্থিক সামর্থ্য নির্ধারণ করার জন্য ব্যাংক প্রতিষ্ঠানের উদ্বতপত্র পর্যালোচনা করে। তাছাড়া ব্যাংক মক্কেল প্রতিষ্ঠানের কাছ থেকে কি পরিমাণ জামানত চাইবে তা অনুপাত বিশ্লেষণ করে জানতে পারে।
সুতরাং ঋণ শোধ ক্ষমতা (Solvency) জানার জন্য নিম্নলিখিত অনুপাতগুলোর উপর নির্ভরশীল হতে হয় :

১. চলতি অনুপাত
২. দ্রুত অনুপাত
৩. দেনাদার আর্থিক অনুপাত

বাণিজ্যিক ব্যাংকের ম্যানেজারের মূলত চলতি অনুপাত খুবই দরকারি।
কারণ বাণিজ্যিক ব্যাংক দীর্ঘ মেয়াদি ঋণ প্রদান করে না।
সুতরাং ফার্মের স্বল্প মেয়াদি স্বচ্ছলতা অর্থাৎ‍ স্বল্পমেয়াদি দায় মেটানোর সামর্থ্য এই চলতি অনুপাত পরিমাপ করে।
স্বভাবতই এই অনুপাত খুব বড় হলে বোঝা যায় যে, ফার্মের তরলত্ব অবস্থা ভালো এবং পরিশোধের সময় দায়দায়িত্ব মেটানোর ক্ষমতা ফার্মের আছে।

About Post Author

Related posts