সমচ্ছেদ বিন্দু বলতে কী বুঝেন

সমচ্ছেদ বিন্দু বলতে কী বুঝেন? (What do you mean by Break Even Point ?)

সমচ্ছেদ বিন্দু বা ভারসাম্য বিন্দু বা সমতল বিন্দু বলতে উৎপাদন অথবা বিক্রয়মাত্রার ঐ অবস্থাকে বুঝায় যেখানে মোট বিক্রয় ও মোট ব্যয় সমান হয়।
এটি মুনাফা বা ক্ষতির কোন বিন্দু নয়। এ বিন্দু হলো উৎপাদনের সর্বনিম্ন পর্যায় যেখানে মোট ব্যয় উদ্ধার হয় এবং এর পর হতে মুনাফা শুরু হয়।
আবার বিক্রয় যখন সমচ্ছেদ বিন্দুর নিচে নেমে যায় তখন ক্ষতি হতে শুরু করে।

লন্ডনের ইনস্টিটিউট অব কস্ট এন্ড ওয়ার্কস একাউন্ট্যান্টস-এর সংজ্ঞানুযায়ী, “যে রেখাচিত্র উৎপাদনের বিভিন্ন স্তরে কোন সংস্থার লাভ অথবা লোকসানের সম্ভবনা প্রকাশ করে এবং সেই উদ্দেশ্যে এমন একটি বিন্দু নির্দেশ করে যে বিন্দুতে লাভ অথবা লোকসান কোনটাই হয় না, তাকে সমচ্ছেদ বিন্দু বলে।”

পরিশেষে বলা যায়, সমচ্ছেদ বিন্দু হলো কার্যাবলির এমন একটি স্তর যেখানে প্রতিষ্ঠানের মুনাফাও হয় না ক্ষতিও হয় না। অন্যভাবে বলা যায়, সমচ্ছেদ বিন্দু হলো এমন একটি বিন্দু যেখানে মোট আয় মোট ব্যয়ের সমান হয় এবং মোট অনুদান প্রান্ত মোট স্থায়ী ব্যয়ের সমান হয়।

About Post Author

Related posts