সমান্তরাল এবং খাড়াখাড়ি বিশ্লেষণ বলতে কী বুঝেন? (What do you mean by horizontal and vertical analysis of financial statement?)
আর্থিক বিবরণীর উপাত্তসমূহ বিশ্লেষণ করার কয়েকটি পদ্ধতি আছে। তবে নিম্নোক্ত দু’টি পদ্ধতিই বেশি ব্যবহৃত হয়।
(ক) সমান্তরাল বিশ্লেষণ (Horizontal Analysis) : যখন বেশ কয়েক বছরের আর্থিক বিবরণীকে পাশাপাশি রেখে বিশ্লেষণ করা হয় তখন তাকে সমান্তরাল বিশ্লেষণ বা Horizontal analysis বলা হয়। সমান্তরাল বিশ্লেষণকে প্রবণতা বিশ্লেষণ (Trend Analysis) বলে। সমান্তরাল বিশ্লেষণকে প্রবণতা বিশ্লেষণ (Trend Analysis) বলা যেতে পারে। মূলত এ বিশ্লেষণে অতীত কোন এক বছরের আর্থিক বিবরণীকে base ধরে প্রতিটি আইটেমের হ্রাস-বৃদ্ধির শতকরা হার নির্ধারণ করা হয় । এ বিশ্লেষণকে গতিশীল বিশ্লেষণও বলা হয় । কেননা এক বছরের আর্থিক বিবরণীর তথ্য বিশ্লেষণ না করে বিভিন্ন বছরের তথ্যাদি বিশ্লেষণ করা হয়। তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ হাতিয়ার সমান্তরাল বিশ্লেষণ পদ্ধতিতেই কাজ করে থাকে।
“আর পড়ুনঃ” আর্থিক বিবরণীসমূহ কিভাবে বিশ্লেষণ করা হয়?