সমচ্ছেদ বিশ্লেষণের সীমাবদ্ধতাগুলো আলোচনা করুন

সমচ্ছেদ বিশ্লেষণের সীমাবদ্ধতাগুলো আলোচনা করুন। ( Discuss the limitations of Break Even Analysis.)

সমচ্ছেদ বিশ্লেষণ কতকগুলো মূল অনুমান বা শর্তের উপর প্রতিষ্ঠিত।
অনুমান বা শর্তগুলো সঠিক না হলে সমচ্ছেদ বিশ্লেষণ ভুল হতে বাধ্য। নিচে সমচ্ছেদ বিশ্লেষণের সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করা হলো:

১. একক প্রতি পরিবর্তনশীল ব্যয় স্থির ধরে নেয়া হয় কিন্তু ক্ষেত্রবিশেষে অধিক উৎপাদনের ফলে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হ্রাস পায়।

২. সমচ্ছেদ বিশ্লেষণে বিনিয়োগকৃত মূলধনের মত একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সম্পূর্ণ উপেক্ষা করা হয়

৩. সমচ্ছেদ বিশ্লেষণে স্থায়ী খরচ, উৎপাদন পদ্ধতি, বিক্রয় নীতি, বিক্রয় মূল্য, বিক্রয় মিশ্রণ, পরিচালন দক্ষতা ইত্যাদি অপরিবর্তিত থাকবে বলে ধরা হয়। কিন্তু বাস্তবে তা অপরিবর্তিত থাকে না।

৪. আধা পরিবর্তনশীল ব্যয়সমূহকে স্থায়ী ও পরিবর্তনশীল—এ দু’ভাগে বিভক্ত করা অনেক সময় সমস্যা হয়। ফলে সমচ্ছেদ বিশ্লেষণ বাধার সম্মুখীন হয়।

৫. নির্ধারিত কার্যমাত্রায় স্থায়ী খরচ অপরিবর্তিত থাকবে বলে ধরে নেয়া হয়। কিন্তু বাস্তব ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়।

৬. বিক্রয়ের পরিমাণের উপর মূল্যের হার নির্ভরশীল নয় এরূপ ধারণা করা হলেও অনেক ক্ষেত্রে বিক্রয়ের পরিমাণের উপর প্রদত্ত বাট্টার হার নির্ভর করে।

৭. প্রয়োজনীয় তথ্যাবলি যথাযথ না হলে এবং যে সব শর্তের উপর সমচ্ছেদ বিশ্লেষণ প্রতিষ্ঠিত তা নির্ভুল না হলে সমচ্ছেদ রেখাচিত্র যে কোন বিকৃত রূপ ধারণ করতে পারে।

উপরিউক্ত সীমাবদ্ধতাগুলো সমচ্ছেদ বিশ্লেষণের উপযোগিতা হ্রাস করতে পারে । কিন্তু সম্পূর্ণ বিনষ্ট করে না।
এ সম্পর্কে সচেতন থাকলে সমচ্ছেদ বিশ্লেষণ ভুল পথে পরিচালিত হবার সম্ভাবনা অনেকাংশ হ্রাস পায়।

About Post Author

Related posts