BEP বের করতে Sensitivity analysis কী? সমতা বিন্দুর স্পর্শকাতরতা বিশ্লেষণ কী? উদাহরণসহ ব্যাখ্যা করুন। (What is sensitivity analysis for breakeven point? Explain with example.)
ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু হলো উৎপাদনের যে পর্যায়ে ব্যয় এবং আয় সমান হয় ঐ পর্যায়ে বা পয়েন্টকে Break Even Point বলা হয়।
Sensitivity analysis (সংবেদনশীলতা বিশ্লেষণ): উৎপাদনের উপকরণসমূহের একটি উপাদান পরিবর্তনের ফলে অন্যান্য উপাদানের উপর কি পরিমাণ প্রভাব বিস্তার করে তা সংবেদনশীলতা বিশ্লেষণের-এর মাধ্যমে আলোচনা করা হয়। BEP নির্ণয়ে কতগুলো অনুমান করা হয়। মনে করা হয় এ অনুমানগুলো সঠিক থাকবে। কিন্তু যদি অনুমানগুলো পরিবর্তন হয় তাহলে BEP এ কি ধরনের পরিবর্তন হবে তা বিশ্লেষণ করাই হলো Sensitivity analysis। যেমন— বিক্রয়ের পরিমাণ, ক্রেতার চাহিদা, বিক্রয় মূল্য, স্থায়ী এবং পরিবর্তনশীল ব্যয়ের পরিবর্তন, কৌশলগত পরিবর্তন, প্রাকৃতিক অনিশ্চয়তা প্রভৃতি পরিবর্তনের ফলে BEP তে কি ধরনের পরিবর্তন হবে তা সংবেদনশীলতা বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করা হয়।