নগদান বই ও নগদ প্রবাহ বিবরণীর মধ্যে পার্থক্য দেখাও। ( Show the difference between cash book and cash flow statement)
নগদান বই ও নগদ প্রবাহ বিবরণীর মধ্যে বিভিন্ন দিক দিয়ে কিছু মিল খুঁজে পাওয়া গেলেও উভয় বইয়ের ব্যবহার, উদ্দেশ্য, প্রস্তুত প্রণালি ইত্যাদি দিক দিয়ে বেশ কিছু মৌলিক পার্থক্য বিদ্যমান। এদের মধ্যস্থিত পার্থক্যগুলো নিম্নরূপ :
পার্থক্যের বিষয় | নগদ প্রবাহ বিবরণী (Cash Flow Statement ) | নগদান বই (Cash Book) |
১. সংজ্ঞা | একটি নির্দিষ্ট সময়ে যে বিবরণী নগদ অর্থের আগমন ও নির্গমনের পরিমাণ লিপিবদ্ধপূর্বক এদের পরিমাণ জ্ঞাপন করে তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। | যে বইতে ব্যবসায়ের সকল প্রকার নগদ প্রাপ্তি ও প্রদানকে ধারাবাহিকভাবে লিপিবদ্ধপূর্বক জের নির্ণয় করা হয় তাকে নগদান বই বলে। |
২. উদ্দেশ্য | অন্যান্য আর্থিক বিবরণী বিশ্লেষণ করা ও ব্যবস্থাপনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য এই বিবরণী তৈরি করা হয় । | কোন নির্দিষ্ট সময়ে মোট নগদের জের নির্ণয়ের জন্যই মূলত নগদান বই তৈরি করা হয়। |