সকল লেনদেনই ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয়” ব্যাখ্যা করুন।
অনেকেই ঘটনা এবং লেনদেন শব্দ দুটিকে একই অর্থে ব্যবহার করে থাকেন। ঘটনা ও লেনদেনের পার্থক্য হলো একটি তত্ত্বগত আলোচনা।
সাধারণত কোন প্রক্রিয়া সংঘটিত হওয়াকে ঘটনা বলা হয়।
অনেক হিসাবশাস্ত্রবিদগণের মতে, কোন প্রক্রিয়ার আরম্ভ ও শেষ এই দুটি বিন্দুকে ঘটনা বলে।
পক্ষান্তরে লেনদেন বলতে অর্থের আদান-প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোন বস্তু বা সেবার আদান-প্রদানকে বুঝায়।
অতএব কোন ঘটনা সংঘটিত হওয়ার পর উক্ত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষসমূহের আর্থিক অবস্থার পরিবর্তন হলে এবং উক্ত পরিবর্তন টাকা বা টাকার দ্বারা পরিমাপযোগ্য হলে শুধু তখনই ঐ ঘটনাকে লেনদেন বলে অভিহিত করা যাবে। উদাহরণস্বরূপ, কোন কারবারের ২,০০০ টাকা মূল্যের যন্ত্রপাতি ব্যবহারজনিত কারণে ৪০০ টাকা হ্রাস পেল। ব্যবহারজনিত এরূপ ৪০০ টাকা অবচয়কে লেনদেন বলা হবে।
কারণ উক্ত ঘটনাটির ফলে কারবারের আর্থিক ক্ষতি হয়েছে এবং ক্ষতির পরিমাণ টাকার দ্বারা পরিমাপযোগ্য অর্থাৎ ৪০০ টাকা।
পক্ষান্তরে কোন প্রতিষ্ঠানের সুদক্ষ ম্যানেজার বাস দুর্ঘটনায় মারা যাওয়ায় নিঃসন্দেহে প্রতিষ্ঠানের ক্ষতি হবে কিন্তু এটা কোন লেনদেন নয়।
কারণ দুর্ঘটনার ফলে সৃষ্ট ক্ষতির পরিমাণ টাকা বা অর্থের দ্বারা পরিমাপযোগ্য নয়।
অতএব আর্থিক পরিবর্তন সাধন করে না বা উক্ত পরিবর্তন অর্থ বা অর্থের মাপকাঠিতে নিরূপণযোগ্য নয় এরূপ ঘটনাকে লেনদেন বলা যায় না।
উপরিউক্ত আলোচনা হতে এটা প্রমাণিত হয় যে, লেনদেন মাত্রই ঘটনা কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন নাও হতে পারে।