ডেবিট এবং ক্রেডিটের স্বর্ণসূত্র বলতে কী বুঝেন? (What do you mean by Golden Rule of debit and credit?)
লেনদেনকে হিসাবের বইতে লিপিবদ্ধ করার জন্য দু’তরফা দাখিলা পদ্ধতি অনুসারে ডেবিট এবং ক্রেডিট করতে হয়। ডেবিট এবং ক্রেডিট করার জন্য নিয়ম আছে। ডেবিট এবং ক্রেডিট করার প্রাচীনতম নিয়মকে স্বর্ণসূত্র (Golden Rule) বলা হয়। এ সূত্র অনুযায়ী লেনদেন ডেবিট এবং ক্রেডিট করার জন্য হিসাবকে তিন ভাগে ভাগ করা হয়। নিচে এ তিন শ্রেণীর হিসাবের নাম এবং ডেবিট-ক্রেডিটের নিয়ম উল্লেখ করা হলো :
১. ব্যক্তিবাচক হিসাব
গ্রহীতা – ডেবিট
দাতা– ক্রেডিট
২. সম্পত্তিবাচক হিসাব
সম্পত্তি আসলে— ডেবিট
সম্পত্তি গেলে— ক্রেডিট
৩. আয়-ব্যয় বাচক হিসাব
সকল খরচ বা ক্ষতি— ডেবিট
সকল আয় বা লাভ– ক্রেডিট