কী কী কারণে রেওয়ামিল অমিল হতে পারে? (What are the reasons for disagreement of Trial Balance?)
যে সমস্ত কারণে রেওয়ামিলের উভয় দিকের যোগফল অসমান হয় তা নিম্নরূপ:
১. জাবেদা হতে খতিয়ান প্রস্তুত করার সময় ভুলবশত কোন হিসাব বাদ পড়ে গেলে।
২. জাবেদা হতে খতিয়ানে স্থানান্তর করার সময় খতিয়ানের ভুল পক্ষে লিপিবদ্ধ করলে।
৩.লেনদেনের দুটি পক্ষের মধ্যে যে কোন একটি হিসাবভুক্ত করলে।
৪. লেনদেনের কোন পক্ষ ভুলে দুবার হিসাবভুক্ত করলে।
৫. জাবেদা হতে খতিয়ানে স্থানান্তরের সময় ভুল অংক লিখলে অর্থাৎ প্রকৃত অংক হতে কম বা বেশি লিখলে।
৬. খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে।
৭. খতিয়ানের উদ্বৃত্ত রেওয়ামিলে লিপিবদ্ধ করার সময় ভুল অংক লিখলে।
৮. খতিয়ান উদ্বৃত্ত রেওয়ামিলে লিখার সময় ভুল করলে। অর্থাৎ ডেবিট ঘরের স্থলে ক্রেডিট ঘরে বা ক্রেডিট ঘরের স্কুলে ডেবিট ঘরে লিখলে।
৯. রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল নির্ণয়ের ভুল করলে।।